“উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই আজ আইন-শৃঙ্খলা কমিটির মিটিং করলাম। তাদের একটি দিকনির্দেশনা দিয়েছি, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা এটি সন্ধ্যার পর থেকেই টের পাবেন।”

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি ব্যাপক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আজ স‌চিবাল‌য়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন, জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আজকে রাতেই আপনারা দেখবেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস (কার্যক্রম) অনেক বেড়ে গেছে।”

“আমি বলব, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। তবে, এটার উন্নতি করার অবকাশ রয়েছে। আগে কী হতো— যেমন: বনশ্রীর ঘটনাটি জানতে জানতে দুই দিন সময় লেগে যেত। এখন সঙ্গে সঙ্গে ঘটনা জানা যায়”, ব‌লেন তি‌নি।

স্বরাষ্ট্র উপ‌দেষ্টা বলেন, “ছোটখাটো ঘটনা সব সময় আগেও ঘটেছে, দু‘-এক দিন আগেও ঘটেছে। তবে, ভবিষ্যতে যেন আর না ঘটে, এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না, এ ধরনের একটি ঘটনাও ঘটুক।”

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্য বাহিনীগুলোর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর দল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টহল দেবে।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলায় দেখা যাবে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

জনপ্রিয় তুর্কি রোমান্টিক-থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফা’ এবার দেখা যাবে আরটিভির পর্দায়। শুক্রবার (১ আগস্ট) থেকে প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে ২৫০ পর্বের এই সিরিজ। 

গল্পের কেন্দ্রীয় চরিত্র মোস্তফা একজন আদর্শবাদী পুলিশ কর্মকর্তা, যে নিজের ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। চোরাচালান বিরোধী অভিযানে ফাঁদে পড়ে অন্যায়ভাবে বরখাস্ত ও এক বছরের জন্য বন্দি হন তিনি। এতে সন্তানের হেফাজত হারান। এরপর শুরু হয় তার লড়াই—পুনরায় ছেলেকে ফিরে পাওয়া এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার। 

এই যাত্রায় তার জীবনে আসে চিকিৎসক আইসেগুল, যার সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু মোস্তফার অজান্তেই সে জড়িয়ে পড়ে গডফাদার বাহরির কন্যার সঙ্গে! 

আরো পড়ুন:

ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড পেলেন এরশাদ হাসান

বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি

ধারাবাহিকটির মূল চরিত্রে রয়েছেন ইলকের কালেলি (মোস্তফা কারায়েল), সঙ্গে আছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ জনপ্রিয় তুর্কি তারকারা। বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ