নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুরধ্বনী রানী করকে (৭৮) মৃত দেখিয়ে প্রায় দেড় বছর বয়স্ক ভাতাবঞ্চিত রাখার পর এবার তাঁকে ‘জীবিত’ করা হয়েছে। একই সঙ্গে তাঁর টাকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাঁর মৃত্যুসনদ তৈরি করে ভাতা না দেওয়ার ঘটনায় জড়িত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার মোহনগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। সুরধ্বনী রানী মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মৃত নরেন্দ্র চন্দ্র করের স্ত্রী।

উপজেলা সমাজসেবা কার্যালয়, স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, সুরধ্বনী রানী কর আট বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন। ভাতাপ্রক্রিয়া ডিজিটাল হওয়ার পরও তিনি নিয়মিত ভাতা পেয়েছেন। কিন্তু বছর দেড়েক আগে হঠাৎ তাঁর মুঠোফোন নম্বরে ভাতার টাকা আসা বন্ধ হয়ে যায়। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান-সদস্যের কাছে গিয়েও কোনো সুরাহা পাননি। পরে কয়েকজনের পরামর্শে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে জানতে পারেন, তিনি মারা গেছেন। তাঁর জায়গায় আরেকজনকে ভাতাভোগী করা হয়েছে। সমাজসেবা কার্যালয়ে দীর্ঘদিন ঘুরেও ভাতা পাওয়ার ব্যবস্থা করতে পারেননি তিনি।

এ নিয়ে গত ২৮ জানুয়ারি প্রথম আলোতে ‘বয়স্ক ভাতা বন্ধের খোঁজ নিতে গিয়ে সুরধ্বনী জানলেন তিনি মৃত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নির্দেশে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা সমাধানের চেষ্টা চালান।

সম্প্রতি সুরধ্বনীর বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান-মেম্বারের মৃত্যুসনদের ভিত্তিতে নিয়মানুযায়ী সুরধ্বনী রানীর স্থলে অন্যজনকে ভাতাভোগী করা হয়েছিল। সুরধ্বনী যেহেতু জীবিত আছেন বলে জানতে পেরেছি, তাই ওই এলাকার অন্য এক মৃত ব্যক্তির জায়গায় তাঁকে প্রতিস্থাপন করে ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চলতি মার্চ মাস থেকে তিনি ভাতা পাবেন। এ ঘটনায় তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলামকে শোকজ করেছে উপজেলা প্রশাসন।’

ভুক্তভোগী সুরধ্বনী রানী কর বলেন, ‘কয়েক দিন আগে সমাজসেবা অফিসে গিয়েছিলাম। তাদের কথামতো নতুন একটি মোবাইল নম্বরে নগদ অ্যাকাউন্ট খুলে জমা দিয়েছি। চলতি মাস থেকে ভাতা পাব বলে জানিয়েছে। অনেক কষ্ট করে আমাকে চলতে হয়। ভাতার টাকাটা পেলে ওষুধ কিনে কোনো রকমে চলতে পারব।’ তিনি জানান, দুই ছেলে রেখে ২০ বছর আগে স্বামী মারা যান। এক ছেলে ছোটবেলায় হারিয়ে গেছে। আরেক ছেলে দিনমজুরি করে পরিবার নিয়ে কষ্ট করে চলেন।

আরও পড়ুনবয়স্ক ভাতা বন্ধের খোঁজ নিতে গিয়ে সুরধ্বনী জানলেন তিনি মৃত২৮ জানুয়ারি ২০২৫

মোহনগঞ্জের ইউএনও জুয়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাটি নজরে আসামাত্র দ্রুত সুরধ্বনী রানীর ভাতার ব্যবস্থা করতে সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। ইতিমধ্যে তাঁর ভাতার ব্যবস্থা হয়েছে বলে জেনেছেন। এদিকে মৃত্যুসনদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘শোকজের কাগজ এখনো পাইনি। তবে এটা আমার দোষ নয়। ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদের কথায় আমি মৃত্যুসনদে সই করেছিলাম।’ খোঁজখবর না নিয়ে মৃত্যুসনদে স্বাক্ষরের বিষয়ে বলেন, কোনো মানুষের মৃত্যুর বিষয়টি মূলত সদস্যরা নিশ্চিত করে সনদ তৈরি করেন। চেয়ারম্যান এতে শুধু স্বাক্ষর দেন। এর দায় ইউপি সদস্যের।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বয়স ক ভ ত র ব যবস থ ম ত য সনদ কর মকর ত সদস য

এছাড়াও পড়ুন:

মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃত ব্যক্তি একজন পুরুষ। বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। তার গায়ে কালো রঙের টি-শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, ধনু নদে ভেসে এসে লাশটি বেড়িবাঁধ এলাকায় আটকে যায়।

আরো পড়ুন:

সৈকতে ভেসে এল অর্ধগলিত মরদেহ

নিখোঁজের এক সপ্তাহ পর জাফলংয়ে ভেসে উঠল পর্যটকের মরদেহ

আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’’

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার