ফাইনালে যাওয়ার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ৩৬২ রানের সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। বিশাল রান তাড়া করতে নেমে পাল্টা জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। 

লাহোরে দক্ষিণ আফ্রিকা ২২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৫ রান করেছে। রেসি ফন ডার ডুসেন ৫০ রান করেছেন। তার সঙ্গী এইডেন মার্করাম। 

ফিরলেন রিকেলটন-বাভুমা: নিউজিল্যান্ডের বড় রান তাড়া করতে নেমে প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন দলের ২০ রানে সাজঘরে ফিরে যান। তিনি ১৭ রান করেন। এরপর বাভুমা ও ফন ডার ডুসেন ১০৫ রান যোগ করেন। বাভুমা ৭১ বলে ৫৬ রান করে ফিরে গেছেন।

রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন সেঞ্চুরি করেছেন। রাচিন ১০১ বলে ১০৮ রান করেছেন। ১৩টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। উইলিয়ামসন ৯৪ বলে ১০২ রান করেন। তিনি ১০টি চার ও দুটি ছক্কা মারেন। 

মিশেল-ফিলিপসের ব্যাটে রান: নিউজিল্যান্ডের রান বড় করতে ড্যারেল মিশেল ও গ্লেন ফিলিপস ভালো ব্যাটিং করেছেন। মিশেল ৩৭ বলে ৪৯ রান করেন। ফিলিপস ২৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ছ ন র ন কর

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ