ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে আর ভালো লাগে না কোহলির
Published: 16th, March 2025 GMT
ক্রিকেটারদের মধ্যে আর কারোরই সামাজিক যোগাযোগমাধ্যমে এত বেশি অনুসারী নেই। শুধু ইনস্টাগ্রামেই বিরাট কোহলির অনুসারী ২৭ কোটি। এর বাইরে ফেসবুকে তাঁকে অনুসরণ করেন ৫ কোটি ১০ লাখ আর এক্সে ৬ কোটি ৬১ লাখ মানুষ।
অথচ ভারতীয় এই ক্রিকেটারের নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন পোস্ট করতে আর ভালো লাগে না। ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটের এক অনুষ্ঠানে এমন কথা জানিয়েছেন কোহলি নিজেই। এসব থেকে ধীরে ধীরে দূরে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি।
কেন? কারণ জানাতে গিয়ে কোহলি বলেছেন, ‘এখন আমি আর এত বেশি পোস্ট করি না। অনেকেই এতে খুশি নয়, কিন্তু এটা আমি সচেতনভাবেই করছি। কারণ, ওই প্রবাহ ধরে রাখা একটু বেশিই হয়ে যায়। শারীরিকভাবে এটা আমার অনেক শক্তি কেড়ে নেয় বলে মনে হয়—যেটা আমি খেলায়, নিজের জীবন বা আশপাশের মানুষকে দিতে পারি। আমি তা অপচয় করতে চাই না।’
আরও পড়ুন‘ডান্ডিয়া’ নাচের পর ভাইরাল রোহিত–কোহলি ১০ মার্চ ২০২৫এখনো অবশ্য মাঝেমধ্যে পারিবারিক বা ব্যক্তিগত ছবি দিতে দেখা যায় কোহলিকে। কিন্তু সেটিও নাকি অতীতে করা তাঁর বিভিন্ন বাণিজ্যিক চুক্তিরই অংশ। নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনকে সম্পূর্ণ আলাদা করে ফেলার ইচ্ছা ভারতীয় এই তারকার, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো এমন অনেক কিছুই করতে হয়, যেটা করার বিষয়ে আমি অতীতে সম্মতি দিয়েছি। কিন্তু যদি এখন জিজ্ঞেস করেন, ব্যক্তিগত জিনিসগুলো আমি আর না দেওয়ার ব্যাপারে সচেতন। পরবর্তী জীবনে আমি যা–ই করি না কেন, অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাব এসব থেকে।’
চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়নের ট্রফি হাতে বিরাট কোহলি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত