ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সাধারণ মানুষের কাছে সরকারিভাবে নির্ধারিত মূল্যে বিক্রি না করে তা অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে মো. মিরাজ নামের এক টিসিবির ডিলার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানালপাড় এলাকায়। এ ঘটনায় ওই এলাকায় চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। অভিযুক্তরা হলো উক্ত এলাকার টিসিবির ডিলার মো.

মিরাজ, তার সহযোগী মো.ইমরান ও ওসমান গণী।

স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানালপাড় এলাকার টিসিবির ডিলার মো. মিরাজের মাধ্যমে নিন্ম আয়ের প্রায় ১ হাজার নয়শত সাধারণ মানুষের মাঝে এ পণ্য বিক্রি করার কথা থাকলেও তা বিক্রি না করে চড়া মূল্যে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়ার্ড সচিব মো. হযরত আলী জড়িত বলেও জানা গেছে। 

জানা যায় ওয়ার্ড সচিব মো. হযরত আলীকে ম্যানেজ করে এই অনিয়ম করে যাচ্ছে টিসিবির ডিলার মো. মিরাজ ও তার সহযোগীরা। জানা যায় টিসিবির পণ্যের মধ্যে খেঁজুর বিক্রি না করে তা অন্যত্র সাধারণ মানুষ ও স্থানীয় হোটেলে চড়া মূল্যে বিক্রি করছেন মিরাজের সহযোগী ইমরান ও ওসমান গণী। 

ইমরান টিসিবির খেঁজুর সাধারণ মানুষকে ভারতের খেঁজুর বলে বিক্রি করছেন চড়া মূল্যে। এসব অনিয়ম দূর্নীতি করে এ চক্র হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। তাদের এসব অনিয়মের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে ওই এলাকার টিসিবির ডিলার মিরাজের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

বিষয়টি জানতে ওয়ার্ড সচিবের দায়িত্বে থাকা মো. হযরত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আগে জনপ্রতিনিধির লোকজন ছিলো তারা বিষয়টি দেখাশোনা করতো। এখন তারা নেই তাই হয়তো এমন হচ্ছে। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ র সহয গ এল ক র

এছাড়াও পড়ুন:

কুয়েটে ৫ মাস ১০ দিন পর ক্লাস শুরু

৫ মাস ১০ দিন পর মঙ্গলবার (২৯ জুলাই) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হয়েছে। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার সকালে কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগে ক্লাস পরিদর্শন করেছেন। 

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপাচার্য ক্লাস শুরুর নির্দেশ দেন। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে।

দুই দিন ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেন।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেছেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভিসি-প্রোভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। ‎আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। গত ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে হিসেবে নিয়োগ দেওয়ার পর শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষক সমিতি। অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ১৯ মে খুলনা ত্যাগ করেন অধ্যাপক ড. হযরত আলী। ২২ মে তিনি উপাচার্যের পদ ত্যাগ করেন। এর দুই মাস দুই দিনের মাথায় ভিসি নিয়োগ হলেও কুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল ৫ মাস ১০ দিন। 

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কুয়েটে যোগ দেন ড. মো. মাকসুদ হেলালী।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়েটে ৫ মাস ১০ দিন পর ক্লাস শুরু