ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সাধারণ মানুষের কাছে সরকারিভাবে নির্ধারিত মূল্যে বিক্রি না করে তা অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে মো. মিরাজ নামের এক টিসিবির ডিলার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানালপাড় এলাকায়। এ ঘটনায় ওই এলাকায় চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। অভিযুক্তরা হলো উক্ত এলাকার টিসিবির ডিলার মো.

মিরাজ, তার সহযোগী মো.ইমরান ও ওসমান গণী।

স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানালপাড় এলাকার টিসিবির ডিলার মো. মিরাজের মাধ্যমে নিন্ম আয়ের প্রায় ১ হাজার নয়শত সাধারণ মানুষের মাঝে এ পণ্য বিক্রি করার কথা থাকলেও তা বিক্রি না করে চড়া মূল্যে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়ার্ড সচিব মো. হযরত আলী জড়িত বলেও জানা গেছে। 

জানা যায় ওয়ার্ড সচিব মো. হযরত আলীকে ম্যানেজ করে এই অনিয়ম করে যাচ্ছে টিসিবির ডিলার মো. মিরাজ ও তার সহযোগীরা। জানা যায় টিসিবির পণ্যের মধ্যে খেঁজুর বিক্রি না করে তা অন্যত্র সাধারণ মানুষ ও স্থানীয় হোটেলে চড়া মূল্যে বিক্রি করছেন মিরাজের সহযোগী ইমরান ও ওসমান গণী। 

ইমরান টিসিবির খেঁজুর সাধারণ মানুষকে ভারতের খেঁজুর বলে বিক্রি করছেন চড়া মূল্যে। এসব অনিয়ম দূর্নীতি করে এ চক্র হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। তাদের এসব অনিয়মের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে ওই এলাকার টিসিবির ডিলার মিরাজের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

বিষয়টি জানতে ওয়ার্ড সচিবের দায়িত্বে থাকা মো. হযরত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আগে জনপ্রতিনিধির লোকজন ছিলো তারা বিষয়টি দেখাশোনা করতো। এখন তারা নেই তাই হয়তো এমন হচ্ছে। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ র সহয গ এল ক র

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ