নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়: আ স ম রব
Published: 28th, March 2025 GMT
জাতীয় সমাজতান্তিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে মুক্ত হতে চেয়েছিলাম। সেজন্য মুক্তিযুদ্ধ করতে হয়েছিল আমাদের। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারও জীবনের বিনিময়ে শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। পরবর্তীতে নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেএসডি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে আ স ম আবদুর রবের বাড়িতে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামগতি উপজেলা জেএসডির সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুর রহিম, কমলনগর উপজেলার জেএসডির সভাপতি ও হাজিরহাট উপকুল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, বড়খেরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী শামীম, গণঅধিকার পরিষদের রামগতি উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: জ এসড র জন য উপজ ল জ এসড
এছাড়াও পড়ুন:
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর উপজেলা বিএনপির আওতাধীন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল চারটায় কলাগাছিয়া ইউনিয়নের আলতাফ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দের কাছে তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এড. মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ- সভাপতি দিদার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।