বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) পথশিশু, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে উপাচার্য, রেজিস্ট্রার ও শিক্ষকবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যদের উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এ সময় সহকারী প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বেরোবিসাসের এ উদ্যোগের ফলে আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদ উদযাপন করতে পারব।” 

রেজিস্ট্রার ড.

হারুন অর রশীদ বলেন, “ক্যাম্পাসে সবাই যখন বাড়ি চলে গেছে, তখনও সাংবাদিকরা ক্যাম্পাসে থেকে পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। তারা নিজেদের উপার্জন বা সামর্থ্যের মাধ্যমে অন্যের পাশে দাঁড়িয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

উপাচার্য ড. শওকাত আলী বলেন, “সাংবাদিক সমিতি ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ছোট্ট বাচ্চাদের মাঝে পাঞ্জাবি বিতরণ করে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। তারা যে আদর্শ এ বিশ্ববিদ্যালয়ের মাটিতে তুলে ধরেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামীতেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ রকম দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির কথা তুলে ধরবে। আমরা তাদের এ মহৎ কাজের জন্য সাধুবাদ জানাই।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ