চট্টগ্রামের আনোয়ারায় বিরল প্রজাতির সাদা প্যাঁচা উদ্ধার
Published: 2nd, April 2025 GMT
চট্টগ্রামের আনোয়ারায় দুর্লভ প্রজাতির একটি সাদা প্যাঁচা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রাম থেকে বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উদ্ধার করা হয়।
সন্ধ্যার পর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সেখানেই একটি খোলা মাঠে প্যাঁচাটিকে অবমুক্ত করে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালের দিকে গ্রামের বিলে শিশু-কিশোরদের হাতে ধরা পড়ে বিরল প্রজাতির প্যাঁচাটি। তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে লোকজন এগিয়ে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে। ওই সময় এটিকে একটি খাঁচায় রাখা হয়েছিল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে গতকাল রাত সাড়ে ৭টার দিকে এটিকে ওই জায়গাতেই অবমুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় কয়েকজন শিশু-কিশোর খেলার সময় প্যাঁচাটিকে পেয়েছিল। পরে প্রশাসনকে জানানো হয়।
প্রাণীটিকে বিলুপ্তপ্রায় দাবি করে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘এটি সাদা প্রজাতির লক্ষ্মী প্যাঁচা। বর্তমানে আমাদের দেশে প্রাণীটির সংখ্যা কমে গেছে। এরা দিনের বেলায় দেখতে না পাওয়ায় ছেলেদের হাতে ধরা পড়ে। পরে রাতেই এটি অবমুক্ত করা হয়।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউটিউবে দিনে মাত্র আধা ঘণ্টা ব্যয় করেই শিখতে পারেন ইংরেজি
যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা। কিন্তু আমরা ইংরেজি শেখা শুরু করি ব্যাকরণ দিয়ে। এ জন্য দীর্ঘদিন পড়েও আমরা বেশির ভাগ মানুষ ভালো ইংরেজি শিখতে পারি না। অধিকাংশ মানুষের বলায়, শোনায়, নয় তো লেখায় কমবেশি সমস্যা থেকেই যায়।
আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক—যা–ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে এবং শেখার ইচ্ছা থাকলে এই কাজগুলো করুন।
১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যত বই আছে, স্রেফ সরিয়ে রাখুন। এগুলো আপনি কেনেন ঠিকই কিন্তু তিন দিনও ঠিকমতো খুলে দেখেন না।
স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দিন। কারণ, এই কোচিংয়ে আপনি ভর্তি হন ঠিকই কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিংয়ে গিয়েও খুব বেশি লাভ আপনার হয়নি।
আপনার মুঠোফোন আছে, আইপ্যাড আছে, বাসায় ইন্টারনেট আছে। প্রতিদিন নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকে এটা-সেটা দেখে সময় ব্যয় করেন। আজ থেকে টানা ৩০ দিন ইংরেজি শেখায় দিন, আর এই সময়টা শুধু ইউটিউবে দেবেন।
ইংরেজি শেখার নানা চ্যানেল পাবেন ইউটিউবে