ভুটানের নারী ফুটবল লিগে বাংলাদেশি খেলোয়াড়দের মেলা বসছে। একে এক ১০ জন খেলোয়াড়ের এই লিগে খেলা চূড়ান্ত হয়েছে।

এরই মধ্যে এফসি পারোতে খেলতে থিম্পু পৌঁছেছেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। ১১ এপ্রিল যাওয়ার কথা রয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপণা চাকমার।

সর্বশেষ আজ জানা গেল, আরও চার ফুটবলার যাচ্ছেন ভুটানে। সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র খেলবেন থিম্পু সিটির হয়ে আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে কৃষ্ণা রাণী সরকার। ট্রান্সপোর্ট অবশ্য দলে চেয়েছিল মোসাম্মৎ সাগরিকাকে। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বয়স ১৮ পূর্ণ না হওয়ায় যাওয়া হচ্ছে না তাঁর। সাগরিকার জায়গায় নেওয়া হচ্ছে কৃষ্ণাকে।

মারিয়া মান্দা খেলবেন থিম্পু সিটিতে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ