ভুটানের লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা–সানজিদাসহ আরও চার ফুটবলার
Published: 8th, April 2025 GMT
ভুটানের নারী ফুটবল লিগে বাংলাদেশি খেলোয়াড়দের মেলা বসছে। একে এক ১০ জন খেলোয়াড়ের এই লিগে খেলা চূড়ান্ত হয়েছে।
এরই মধ্যে এফসি পারোতে খেলতে থিম্পু পৌঁছেছেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। ১১ এপ্রিল যাওয়ার কথা রয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপণা চাকমার।
সর্বশেষ আজ জানা গেল, আরও চার ফুটবলার যাচ্ছেন ভুটানে। সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র খেলবেন থিম্পু সিটির হয়ে আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে কৃষ্ণা রাণী সরকার। ট্রান্সপোর্ট অবশ্য দলে চেয়েছিল মোসাম্মৎ সাগরিকাকে। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বয়স ১৮ পূর্ণ না হওয়ায় যাওয়া হচ্ছে না তাঁর। সাগরিকার জায়গায় নেওয়া হচ্ছে কৃষ্ণাকে।
মারিয়া মান্দা খেলবেন থিম্পু সিটিতে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।