বন্দরে ভ্রাম্যমান আদালত পরিমানে কম ও নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী তেল বিক্রি  অপরাধে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা ও পাম্পের সামায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে  বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার ফরাজিকান্দাস্থ প্রধান ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে  পাম্পের কার্যক্রম সামায়িক বন্ধসহ অর্থ দন্ড করেন।

অভিযানকালে ভ্রাম্যমান আদালত অকটেন, পেট্রোল ও ডিজেল বিতরণের ৩ টি ডিজিটাল মেশিন পরীক্ষা করে প্রতি লিটারে ৩০ মি.

লি. করে গ্রাহকদের তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এছাড়াও নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী তেল বিতরণ করার পাশাপাশি সরকারি নিয়মনীতি অনুসরণ না করায় ১ লাখ টাকা জরিমানা করেন। একই সাথে সাময়িক ভাবে প্রধান ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পাম্পের তিনটি মেশিনে লিটার প্রতি ৩০ মি.লি. কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রধান ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ