যশোরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে হায়াতুন রহমান সুজন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলাটি করেন। 

যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার (পিবিআই) যশোরকে নির্দেশ দিয়েছেন। কোর্ট ইন্সপেক্টর রোকসানা পারভীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সুজন সদর উপজেলার মৃত আতর আলী বিশ্বাসের ছেলে।

আরো পড়ুন:

কক্সবাজারে রেস্টুরেন্টে হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০

পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার মেয়েকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সুজন প্রায়ই উত্ত্যক্ত করত। মেয়েকে বিভিন্ন আপত্তিকর কথা বলত সুজন। বিষয়টি সুজনের পরিবারকে জানানো হয়। তবে, তার পরিবার কোনো পদক্ষেপ নেয়নি।

গত ১৫ মার্চ দুপুর আড়াইটার দিকে তার মেয়ে বাড়ির বাথরুমে গোসল করছিল। সুজন বাথরুমের ছাদে উঠে মোবাইল ফোনে তার মেয়ের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। একপর্যায়ে বিষয়টি টের পেলে সুজন দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর সুজনের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং অভিযুক্ত সুজন আরো উত্তেজিত হয়ে ওঠে।

ভুক্তভোগীর বাবা গত ১৬ মার্চ যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। এতে সুজন বেপরোয়া হয়ে ওঠে। বাধ্য হয়ে ন্যায়বিচারের আশায় তিনি আদালতে মামলাটি দায়ের করেন।

ঢাকা/রিটন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।

আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫

এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫

ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ