সৌদি আরবে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
Published: 9th, April 2025 GMT
সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসহাক সায়েদ নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসহাক সায়েদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি দেশটিতে হাঙ্গেরি নামক কোম্পানিতে ফুড ডেলিভারির কাজ করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলযোগে ফুড ডেলিভারি করতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান।
ইসহাকের বাবা খোরশেদ আলম জানান, গত বছরের আগস্টে ছেলে ইসহাকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলের লাশ যেন দ্রুত বাংলাদেশে ফেরত আনতে পারি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দ আরব সড়ক দ র ঘটন ন হত ব র হ মণব ড় য় ইসহ ক
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//