সৌদি আরবে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
Published: 9th, April 2025 GMT
সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসহাক সায়েদ নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসহাক সায়েদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি দেশটিতে হাঙ্গেরি নামক কোম্পানিতে ফুড ডেলিভারির কাজ করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলযোগে ফুড ডেলিভারি করতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান।
ইসহাকের বাবা খোরশেদ আলম জানান, গত বছরের আগস্টে ছেলে ইসহাকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলের লাশ যেন দ্রুত বাংলাদেশে ফেরত আনতে পারি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দ আরব সড়ক দ র ঘটন ন হত ব র হ মণব ড় য় ইসহ ক
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা/এনটি/ফিরোজ