চেন্নাই সুপার কিংসের (সিএসকে) চলমান মৌসুমটা খুবই বাজে কাটছে। আইপিএল ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে হলুদ শিবিরটি। শুক্রবার (১১ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা পঞ্চম ম্যাচ হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। সিএসকে ৬ ম্যাচে কেবল ১টি জিতেছে। ফলে তারা পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে। শুধুমাত্র নেট রান রেটের কারণে সানরাইজার্স হায়দরাবাদের উপরে আছে তারা। তবে সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি এখনও আশাবাদী। এই অজির ধারণা, এখান থেকে ঘুরে তার দল প্লে-অফে জায়গা করে নিতে পারবে।

এখনো আটটি ম্যাচ বাকি থাকায়, হাসি বিশ্বাস করেন যে চেন্নাই লিগ পর্বের শেষ দিকে চতুর্থ স্থানে পৌঁছাতে পারে। কেকেআরের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তিনি বলেন, “আমরা এখনই হাল ছেড়ে দিচ্ছি না। আমাদের চতুর্থ স্থানে পৌঁছাতে হবে। আর আইপিএলের মতো বড় ও দীর্ঘ টুর্নামেন্টে মোমেন্টাম সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

হাসি স্বীকার করে নিলেন যে, তার দল খুবই বাজে ক্রিকেট খেলেছে। তবে সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মনে করিয়ে দিলেন যে কোন মুহূর্তেই ঘুরে দাঁড়ানোর সম্ভব। হাসি বলেন, “আমরা এটা স্বীকার করছি, এখন আমাদের মোমেন্টাম নেই। আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু তার মানে এই নয় যে, পরিবর্তন আসতে পারে না বা দ্রুত আসতে পারে না। আমরা এখনো সেই আশায় আছি এবং সেদিকেই কঠোর পরিশ্রম করছি। যদি আমরা মোমেন্টাম বদলাতে পারি, আত্মবিশ্বাস ফিরে পেতে পারি, কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে সবকিছুই সম্ভব।”

আরো পড়ুন:

ধোনির অধিনায়কত্বেও ভাগ্য বদলালো না চেন্নাইর

পিসিএল ছেড়ে আইপিএলে বোশ, মিলল পিসিবির নিষেধাজ্ঞা

“আমরা হয়তো শেষ দিকের কোনো একটি প্লে-অফের স্থানে জায়গা করে নিতে পারি। এখনো অনেক পথ বাকি, এবং আমাদের অবশ্যই অনেক কিছু পাল্টাতে হবে। কিন্তু আমরা এখনও বিশ্বাস করি, আমরা তা করতে পারি।”- যোগ করেন হাসি।

হাসি আরও বলেন, এই সময়ে একসঙ্গে থাকাটাই গুরুত্বপূর্ণ এবং ফলাফলের জন্য একাদশে বড় ধরনের পরিবর্তন আনার দরকার নেই। “এই সময় আমাদের একজোট হয়ে থাকতে হবে, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। যেসব দিকগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, সেগুলো নিয়ে কাজ করে যেতে হবে। অনেকেই আমাদের খেলার স্টাইল নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের যে খেলোয়াড়রা আছে, আমরা তাদের এমনভাবে খেলতে বলি না যা তাদের স্বাভাবিক খেলাকে বদলে দেয়। তারা আইপিএলে এসেছে তাদের নিজস্ব স্টাইলেই ভালো খেলে। আমি এমন কেউ না যে তাদের খেলায় বড় পরিবর্তন আনতে চাই।”

সোমবার (১৪ এপ্রিল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে চেন্নাই।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ