দুই বছর মেয়াদে আরণ্যকের নতুন নির্বাহী কমিটি
Published: 27th, April 2025 GMT
হারুন রশীদকে প্রধান সম্পাদক করে দেশের অন্যতম নাট্য সংগঠন আরণ্যক নাট্যদলের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আরণ্যকের নিজস্ব কার্যালয়ে শনিবার সন্ধ্যায় আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। আগামী দুই বছর এই কমিটির নেতৃত্বে আরণ্যকের সব ধরনের কর্মযজ্ঞ পরিচালিত হবে।
কমিটিতে শেখ জিয়াদুল হককে অর্থ সম্পাদক, মরু ভাস্করকে প্রযোজনা সম্পাদক, অপু মেহেদীকে প্রশিক্ষণ সম্পাদক এবং রুবলী চৌধুরীকে দপ্তর সম্পাদক মনোনীত করা হয়। এ ছাড়া সম্পাদক মণ্ডলীর সহযোগী হিসেবে রয়েছেন শামীমা শওকত লাভলী, হাসিম মাসুদ ও সুজাত শিমুল।
নাট্যদলটির জ্যেষ্ঠ সদস্য চঞ্চল চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ, সিনিয়র সদস্য আজিজুল হাকিম, ঠান্ডু রায়হান, পরিমল মজুমদার, দিলু মজুমদারসহ দলের সদস্যবৃন্দ।
আরণ্যকের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, ৫৩ বছর আগে যাত্রা শুরু হয়েছিল আরণ্যকের। যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আরণ্যক যাত্রা শুরু করেছিল, তার সঙ্গে প্রতিনিয়ত যুক্ত হয়েছে আরও নতুন নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষা। নতুন এ সম্পাদক মণ্ডলী সেই নতুন স্বপ্ন বাস্তবায়ন ও সুন্দর আগামীর দিকে আরণ্যককে এগিয়ে নিয়ে যাবে।
প্রধান সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর হারুন রশীদ বলেন, ‘শুরু থেকেই আরণ্যক নাট্যদল একটি নির্দিষ্ট আদর্শ লালন করে তাদের নিরন্তর নাট্যচর্চায় নিয়োজিত রয়েছে। দলের সব সদস্য ও কর্মীদের সঙ্গে নিয়ে আমি ও আমার কমিটি সেই আদর্শে বলীয়ান হয়ে দলের আগামী দিনের কর্মকাণ্ড সুচারুরূপে পালন করতে সচেষ্ট হব।’
সভাপতির বক্তব্যে চঞ্চল চৌধুরী বলেন, ‘নতুন এ কমিটির মাধ্যমে একদল নবীন ও অ্যানার্জিটিক সদস্যরা দলের দায়িত্ব নিল। আমি বিশ্বাস করি, তারা তাদের মেধা, শ্রম ও সাংগঠনিক দক্ষতা দিয়ে আরণ্যক নাট্যদলের আদর্শে দলকে আরও বহুদূর নিয়ে যাবে।’
১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী