চারটি দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। এর আগেরবার ইনডোরে খেলা হলেও এবার খেলা হবে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে। ৬ ওভারের পরিবর্তে পুরো টি-২০ ফরম্যাটের নিয়মে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে ম্যাচ। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দলের নাম টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পারটান্স। আয়োজনটির টাইটেল স্পন্সর ওয়ালটন ক্যাবল।
‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ শুরুর আগে গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় ৪টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে তাদের নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা খন্দকার, সালেহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশাসহ আয়োজন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিজেদের মধ্যে বিবাধে জড়িয়ে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। ২০২৩ সালে মাঠে গড়ানো এ আসরের দুই বছর পর ফের মাঠে গড়াতে যাচ্ছে আসরটি। তবে এবার বদলে গেছে আসরের নাম ও ফরম্যাট।
এ বছর ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’র উদ্দেশ্য শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন নয়; বরং সমাজের মধ্যে একতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা– এমনটি জানিয়েছেন আয়োজকরা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু।
শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
রামু থানার ওসি তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
আরো পড়ুন:
গোপালগঞ্জে পিকআপে বাসের ধাক্কা, আহত ২৫
গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নিহতরা হলেন- কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার (৪৫), তার মেয়ে এবং অটোরিকশা চালক হাবিব উল্লাহ। নিহত অপর নারীর পরিচয় জানা যায়নি।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন দুপুরে ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় ভারুয়াখালীমুখী যাত্রীবাহী একটি অটোরিকশা রেললাইন অতিক্রম করছিল। ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন মারা যান।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে।
ওসি তৈয়বুর রহমান জানান, নিহতদের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ঢাকা/তারেকুর/মাসুদ