বার্সেলোনায় অভিষেকের অপেক্ষায় কে এই নতুন বিস্ময়বালক
Published: 3rd, May 2025 GMT
ফুটবল–মঞ্চে নিয়মিত বিরতিতেই বিস্ময়বালক নিয়ে হাজির হয় বার্সেলোনা। সেই বিস্ময়বালকদের সবাই যে নিজেদের মেলে ধরতে পারেন, তা নয়। তবে লম্বা সময় ধরে চলে আসতে থাকা বার্সার এই ধারায় বিরতি পড়েছে সামান্যই। লিওনেল মেসি একসময় বিস্ময়বালক হিসেবেই আবির্ভূত হয়েছিলেন ফুটবল–মঞ্চে।
সেই বিস্ময়বালক মেসিই পরে হয়েছেন ইতিহাসের সেরা ফুটবলারদের অন্যতম। একই ধারাবাহিকতায় এরপর বার্সা পেয়েছে লামিনে ইয়ামালের মতো বিস্ময়কে। বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ইয়ামাল অনেকের চোখে ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে যোগ্য প্রার্থী। ইয়ামাল চূড়ায় উঠতে না উঠতেই বার্সা পেয়ে গেছে আরেকজন বিস্ময়বালককে। তাঁর নাম দানি রদ্রিগেজ।
বয়সে ইয়ামালের চেয়ে ২ বছরের বড় রদ্রিগেজ এখনো পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেননি। মুন্দো দেপোর্তিভোসহ ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, আজ ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচ দিয়েই হয়তো অভিষেক হতে পারে তাঁর।
আরও পড়ুনমেসি-ইয়ামাল: প্রথম ১০০ ম্যাচে কে বেশি ভালো৫ ঘণ্টা আগেমূলত চ্যাম্পিয়নস লিগের সূচি সামনে রেখে লিগ ম্যাচে কিছু অদলবদল আনার পরিকল্পনা নিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। আর সেই অদলবদলই ভাগ্য খুলে দিতে পারে রদ্রিগেজের, যা এই উদীয়মান তরুণ মিডফিল্ডারের জন্য নিজের জাত চেনানোর সুযোগও বটে।
রদ্রিগেজ কি পারবেন নতুন মেসি হতে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী