ফুটবল–মঞ্চে নিয়মিত বিরতিতেই বিস্ময়বালক নিয়ে হাজির হয় বার্সেলোনা। সেই বিস্ময়বালকদের সবাই যে নিজেদের মেলে ধরতে পারেন, তা নয়। তবে লম্বা সময় ধরে চলে আসতে থাকা বার্সার এই ধারায় বিরতি পড়েছে সামান্যই। লিওনেল মেসি একসময় বিস্ময়বালক হিসেবেই আবির্ভূত হয়েছিলেন ফুটবল–মঞ্চে।

সেই বিস্ময়বালক মেসিই পরে হয়েছেন ইতিহাসের সেরা ফুটবলারদের অন্যতম। একই ধারাবাহিকতায় এরপর বার্সা পেয়েছে লামিনে ইয়ামালের মতো বিস্ময়কে। বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ইয়ামাল অনেকের চোখে ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে যোগ্য প্রার্থী। ইয়ামাল চূড়ায় উঠতে না উঠতেই বার্সা পেয়ে গেছে আরেকজন বিস্ময়বালককে। তাঁর নাম দানি রদ্রিগেজ।

বয়সে ইয়ামালের চেয়ে ২ বছরের বড় রদ্রিগেজ এখনো পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেননি। মুন্দো দেপোর্তিভোসহ ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, আজ ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচ দিয়েই হয়তো অভিষেক হতে পারে তাঁর।

আরও পড়ুনমেসি-ইয়ামাল: প্রথম ১০০ ম্যাচে কে বেশি ভালো৫ ঘণ্টা আগে

মূলত চ্যাম্পিয়নস লিগের সূচি সামনে রেখে লিগ ম্যাচে কিছু অদলবদল আনার পরিকল্পনা নিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। আর সেই অদলবদলই ভাগ্য খুলে দিতে পারে রদ্রিগেজের, যা এই উদীয়মান তরুণ মিডফিল্ডারের জন্য নিজের জাত চেনানোর সুযোগও বটে।

রদ্রিগেজ কি পারবেন নতুন মেসি হতে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

ঢাকায় অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার

ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শনিবার। এতে অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতিসহ হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি শিল্পের সহায়ক প্রতিষ্ঠানের স্টল থাকবে আরও ১২টি। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনের ছাদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ভবনেই বিসিআইয়ের কার্যালয় অবস্থিত।

আজ বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানান চেম্বারটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী, বিসিআইয়ের পরিচালক মো. শাহেদ আলম, এস এম শাহ আলম, জিয়া হায়দার প্রমুখ।

বিসিআইয়ের সভাপতি বলেন, হালকা প্রকৌশল খাতে বাংলাদেশে বর্তমানে ছোটবড় প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে কাজ করেন ১০ লাখ মানুষ। হালকা প্রকৌশল খাতে স্থানীয় বাজার ১২ বিলিয়ন ডলারের হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেক পূরণ করতে পারছেন। তা ছাড়া হালকা প্রকৌশল খাতের বৈশ্বিক বাজারের আকার প্রায় ৮ ট্রিলিয়ন ডলার। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাত আর বেশি মূল্য সংযোজন করতে পারবে না। ফলে আমাদের অর্থনীতিকে টেকসই করতে হলে আমাদের অন্য খাতে যেতে হবে। সে ক্ষেত্রে হালকা প্রকৌশল খাত পারে বড় সম্ভাবনার।

অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী বলেন, প্রতিবছর কৃষিজমি কমছে। কৃষকের বয়স বাড়ছে, তার কারণ তরুণেরা খুব কম কৃষিকাজে আসছেন। বিশ্বের অনেক দেশেই মোট জনগোষ্ঠীর ১০ শতাংশের কম কৃষিকাজে নিয়োজিত। ১০ শতাংশ মানুষ বাকি ৯০ শতাংশের জন্য খাদ্য জোগান দিচ্ছে। সে কারণে যন্ত্রের ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ছে। তবে বড় অংশই আমদানি করতে হচ্ছে।

আলিমুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশে ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতির বাজার আছে। তার মধ্যে দেশীয় কোম্পানিগুলো সরবরাহ করছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার যন্ত্রাংশ। নীতিসহায়তা পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ