কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
Published: 13th, May 2025 GMT
রংপুরের কাউনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার মিরবাগ বেইলি ব্রিজের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মিরবাগ রেল গেট এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী রুবি বেগম (৩৪), তাদের তিন বছরের শিশু রহমত এবং আশরাফুলের ভাতিজি আনারুল ইসলামের মেয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী সিনহা বেগম (১৬)। সিনহা স্থানীয় মিরবাগ গার্লস কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়া উপজেলার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে হালকা বৃষ্টির মধ্যে মিরবাগ বেইলি ব্রিজের সামনে একটি নসিমনকে সাইড দিতে গিয়ে হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি স্লিপ কেটে পড়ে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তিনজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এসএসসি পরীক্ষার্থী নিহত সিনহার চাচা আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমার বড় ভাই আশরাফুল ইসলাম, তার স্ত্রী ও শিশুসন্তান, সাথে আরেক বড় ভাইয়ের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সিনহাকে নিয়ে কাউনিয়া উপজেলা পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হয়েছিল। পধে বেইলি ব্রিজের সামনে যাত্রীবাহী একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। সড়কে এভাবে বেপরোয়া যানবাহন চলাচল করলে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়?
কাউনিয়া থানার এসআই সাহানুর ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনায় জড়িত বাসটি পালিয়ে গেছে, তবে সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।”
একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচলের প্রতিবাদ জানিয়ে দুর্ঘটনার জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঢাকা/আমিরুল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আশর ফ ল ইসল ম পর ক ষ র থ দ র ঘটন ম রব গ ক উন য ত নজন উপজ ল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে