রংপুরের কাউনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার মিরবাগ বেইলি ব্রিজের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মিরবাগ রেল গেট এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী রুবি বেগম (৩৪), তাদের তিন বছরের শিশু রহমত এবং আশরাফুলের ভাতিজি আনারুল ইসলামের মেয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী সিনহা বেগম (১৬)। সিনহা স্থানীয় মিরবাগ গার্লস কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়া উপজেলার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে হালকা বৃষ্টির মধ্যে মিরবাগ বেইলি ব্রিজের সামনে একটি নসিমনকে সাইড দিতে গিয়ে হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি স্লিপ কেটে পড়ে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তিনজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এসএসসি পরীক্ষার্থী নিহত সিনহার চাচা আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমার বড় ভাই আশরাফুল ইসলাম, তার স্ত্রী ও শিশুসন্তান, সাথে আরেক বড় ভাইয়ের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সিনহাকে নিয়ে কাউনিয়া উপজেলা পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হয়েছিল। পধে বেইলি ব্রিজের সামনে যাত্রীবাহী একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। সড়কে এভাবে বেপরোয়া যানবাহন চলাচল করলে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? 

কাউনিয়া থানার এসআই সাহানুর ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনায় জড়িত বাসটি পালিয়ে গেছে, তবে সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।”

একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচলের প্রতিবাদ জানিয়ে দুর্ঘটনার জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঢাকা/আমিরুল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আশর ফ ল ইসল ম পর ক ষ র থ দ র ঘটন ম রব গ ক উন য ত নজন উপজ ল

এছাড়াও পড়ুন:

গোল্ডেন জিপিএ-৫ রিউশার, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে আত্মহত্যার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। দুপুরে খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পু্লিশ। 

নিহত ছাত্রের নাম শাহরিয়ার অন্নব রিউশা (১৭)। সে ওই গ্রামের সোহেল রানার ছেলে।

স্বজনদের দাবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায় রিউশা। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় সে। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তার। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। তাদের ভাষ্য, চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেও ভর্তির সুযোগ না পেয়েও শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে রিউশা।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র রিউশা কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে ঢাকা রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যায়। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায় রিউশা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রথমে ঢাকা মেডিকেলে পরীক্ষা দেয় সে। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়। তবে একটিতেও ভর্তির সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে। 

তারা আরও জানায়, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে রিউশা। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে মা মুক্তা খাতুন তার বাবার বাড়িতে রিউশার জামা কাপড় আনতে গিয়েছিলেন। এরপর রাত সোয়া নয়টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সকল স্থানেও খুঁজেও তাকে পাওয়া যায়নি। আজ রোববার সকাল ছয়টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে পোড়া ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

রিউশার খালা আইনজীবী রত্না খাতুন বলেন, ‘ও (রিউশা) খুব মেধাবী, বিনয়ী ও ভদ্র ছেলে। চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও ভর্তি হতে পারেনি। ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা ওকে সাহস দিতাম। তবুও শেষ রক্ষা হলো না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হয়তো শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে সে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, খবর পেয়ে আগুনে পোড়া এক ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যা করেছে সে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও হত্যাচেষ্টা, মা-ছেলে গ্রেপ্তার 
  • নিহত এসএসসি পরীক্ষার্থীর মায়ের আহাজারি, ‘মোটরসাইকেলে কেন গেলু, মা’
  • এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ ঢাকা বোর্ডের
  • এসএসসি পরীক্ষা দেওয়া হলো না আফসানার, মিনিবাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত
  • রংপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
  • এসএসসির ব্যবহারিক পরীক্ষা: সঠিক প্রস্তুতির সাতটি নিয়ম
  • এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, সতর্ক করল শিক্ষাবোর্ড
  • অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুবায়ের ব্যথা-যন্ত্রণা নিয়েই দিচ্ছেন এসএসসি পরীক্ষা
  • গোল্ডেন জিপিএ-৫ রিউশার, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে আত্মহত্যার অভিযোগ