সাম্য হত্যার বিচারের দাবিতে একাধিক বিক্ষোভ
Published: 18th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে একাধিক বিক্ষোভ হয়েছে। রোববার ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে ফের শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এতে অংশ নেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ। অন্যদিকে সাম্য হত্যার দ্রুত বিচার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ঢাবি শাখা ছাত্রদল। পাশাপাশি বিচারের দাবিতে পৌনে দু’ঘণ্টা শাহবাগ অবরোধ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নিয়ে উপাচার্য বলেন, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এ মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব।
তিনি বলেন, বাইরের যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বহিরাগত নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের ১৭ জন নিরাপত্তাকর্মীর পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবকও যুক্ত হয়েছে। এখন আমাদের টিমে প্রায় ৩০-৩৫ জন কাজ করছেন। এ সময় প্রক্টর সাইফুদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।
শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের
শুক্রবার দুপুরে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে রোববার ফের শাহবাগ থানা ঘেরাও করেন সাম্যের সহপাঠীরা। দুপুরে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত একটি প্রতিনিধিদল মামলার অগ্রগতি সম্পর্কে জানতে থানায় প্রবেশ করেন৷
এর আগে বেলা ১১টায় আন্দোলনকারীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। তারপর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে কিছুক্ষণ অবস্থান করেন এবং পরবর্তী সময়ে তারা শাহবাগ থানা ঘেরাও করেন।
নিহত সাম্যের বড় ভাই এস এম শরিফুল আলম বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমার ভাইয়ের মৃত্যু নিয়ে বিচারের নামে যেন কোনো প্রহসন বা কালক্ষেপণ না করা হয়। তাছাড়া কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই ফেঁসে না যায়। প্রকৃত অপরাধীরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবি জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, সাম্য হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
সাম্য হত্যার দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিতের লক্ষ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.
এ বিষয়ে ড. নিয়াজ আহমদ খান বলেন, সাম্য হত্যার সুষ্ঠু বিচার আমরা চাই। এই বিচার ত্বরান্বিত করার জন্য আমাদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দ্রুত শেষ করতে উপদেষ্টার সহায়তা চেয়েছি।
উপাচার্য আরও বলেন, এই হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি।
শাহবাগে অবরোধ ছাত্রদলের
সাম্য হত্যার তদন্তে ‘গাফিলতি’র প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। রোববার পৌনে ৪টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৌনে দু’ঘণ্টা পর শাহবাগ মোড় থেকে সরে যান ছাত্রদলের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যর প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রদল অবস্থান গ্রহণ করবে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন ও সংগ্রামের মধ্যে সাম্যর প্রকৃত হত্যাকারীদের বিচার প্রক্রিয়া শুরু করবে।
প্রতিবাদ সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সাম্য হত্যার পর থেকেই ছাত্রদল প্রতিবাদ অব্যাহত রেখেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার নিবেদন করেছি, খুনিদের গ্রেপ্তার করার জন্য এবং তাদের (বিশ্ববিদ্যালয় প্রশাসনের) যে দায় ও নিরাপত্তা গাফিলতি রয়েছে তা স্বীকার করার জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং প্রক্টর স্যার আমাদের আজ পর্যন্ত আশ্বস্তও করতে পারেননি যে, সাম্যর প্রকৃত খুনিদের ধরতে তাদের সদিচ্ছা রয়েছে কিনা বা দৃশ্যমান কোনো পদক্ষেপ রয়েছে কি না।
এর আগে সাম্য হত্যার বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কালো পতাকা নিয়ে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে কলা অনুষদের সামনে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।
‘প্রকৃত’ আসামিদের ধরতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম সাদা দলের
সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এই সময়ের মধ্যে সাম্যর হত্যার ‘প্রকৃত’ আসামিদের না বের করতে পারলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এই আলটিমেটাম দেয় সংগঠনটির নেতারা।
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য ছ ত রদল স ম য হত য র শ হব গ থ ন ছ ত রদল র উপ চ র য ত কর ম র অবস থ ন আম দ র প রক ত র প রক
এছাড়াও পড়ুন:
আজ আলিয়ঁস ফ্রঁসেজে ছোটদের জ্যোতির্বিজ্ঞান উৎসব
স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের জন্য আজ সোমবার (১৯ মে) শুরু হচ্ছে দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান-বিষয়ক উৎসব ‘অ্যাস্ট্রোফেস্ট’। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজন করেছে।
আজ বিকেল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজে উৎসবের কার্যক্রম শুরু হবে। চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
উৎসবে রকেট তৈরির কর্মশালা, সেমিনার, পাপেট শো, টেলিস্কোপে আকাশ দেখা ও বিজ্ঞান-বিষয়ক পোস্টার প্রদর্শনী থাকবে। পোস্টার প্রদর্শনীটি চলবে ২১ মে পর্যন্ত।
জ্যোতির্বিজ্ঞান উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আলফ্রেড খোকন এবং জ্যোতির্বিজ্ঞান সংগঠক মশহুরুল আমিন। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।