পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রয়াত উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহীর কোম্পানিতে ধারণকৃত সকল শেয়ার তার নমিনিদের মধ্যে হস্তান্তর করে দেয়া হয়েছে।

সোমবার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা কোম্পানিটির মোট ৬৫ লাখ ২০ হাজার ২৩৬টি শেয়ারের মধ্যে তার ছেলে সৈয়দ নাসিম মনজুরকে (কোম্পানিটির পরিচালক) ৩২ লাখ ৬০ হাজার ১১৮টি এবং মেয়ে মুনিজে মনজুরকে (সাধারণ শেয়ারহোল্ডার) ৩২ লাখ ৬০ হাজার ১১৮টি শেয়ার সমানভাবে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

সিএসই’র ৫ ট্রেক পেল ফিক্স সার্টিফিকেট

বিনিয়োগকারীদের জন্য ডিএসই’র সতর্কীকরণ বিজ্ঞপ্তি

পুঁজিবাজারে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তালিকাভুক্ত হয় ২০০১ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫.

৬২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৭.৩১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.০৭ শতাংশ শেয়ার রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। 

ঢাকা/এনটি/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মনজ র

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা

ফরিদপুরের কানাইপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ অভিযানে খাদ্য উৎপাদনে অনুমোদন না নিয়ে শুরু করা এবং খাদ্য উৎপাদনের তারিখ অতিক্রম করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার রাতে পরিচালিত অভিযানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম। এ সময় সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও বিএসটিআই’র ইন্সপেক্টর মো. খালেদ হাসান ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন। 

আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানের সময় ফ্যাক্টরিতে কয়েকটি খাদ্যপণ্যে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে উৎপাদন শুরু করা ও খাদ্যে মিশ্রিত ফ্লেভারের তারিখ না থাকায় সেফ ফুড ইন্ডাস্ট্রির মালিক মোহাম্মদ শফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

ফরিদপুরের সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, বিভিন্ন স্থানে শিশু খাদ্য এবং অন্যান্য খাদ্যে উৎপাদনে চলছে অনিয়ম। আর এ অনিয়ম রোধে সেনাবাহিনী সরকারের বিভিন্ন সংস্থাকে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে।

সম্পর্কিত নিবন্ধ