কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে হামলার পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আলী হোসেনের স্ত্রী চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা আলী হোসেন চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

বুধবার রাতে রাশেদা আখতার সমকালকে জানান, তারা সপরিবারে কুমিল্লা শহরে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালানোর পর আগুন দেয়। 

জানা গেছে, জামশেদ আলম নামের এক ব্যক্তি বাড়িটির দেখভাল করেন। জামশেদ তার তিন শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকেন। রাত দেড়টার পর দুর্বৃত্তরা বাড়িটির দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে তারা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। পরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় জামশেদ ও তার স্ত্রী-সন্তান এবং আশপাশের বাড়ির মানুষের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভে। 

রাশেদা আখতার বলেন, ‘আমার স্বামী আলী হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে ফেনীর বিলনিয়া সীমান্তে ৪নং সেক্টরে যুদ্ধ করেন। গত বছরের ৫ আগস্টের পর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের হুমকির মুখে গ্রামের বাড়িতে যেতে পারছি না। এর আগেও দুষ্কৃতকারীরা একবার বাড়িটিতে হামলা চালায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের বাড়িতে হামলার খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে। তবে লিখিত অভিযোগ কেউ করেনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আখত র

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ