ব্রাজিলকে রিয়াল মাদ্রিদের মতো খেলাতে চান আনচেলত্তি
Published: 30th, May 2025 GMT
কার্লো আনচেলত্তির অধীনে কেমন ফুটবল খেলবে ব্রাজিল? ইতালিয়ান এই কোচ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেওয়ার পর প্রশ্নটি উঠেছে। আনচেলত্তি নিজেই তার উত্তর দিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে। রিয়াল মাদ্রিদের খেলার ধাঁচে তিনি খেলাতে চান ব্রাজিলকে।
তবে একটা কিন্তু আছে। সদ্য শেষ হওয়া মৌসুমে মাদ্রিদের ক্লাবটি যেমন ফুটবল খেলেছে তেমন নয়, তার আগের মৌসুমে যেমন খেলেছে ব্রাজিলকে সেভাবেই খেলাতে চান আনচেলত্তি।
আরও পড়ুনদুর্বৃত্তদের হুমকির এক বছর পর শৈশবের ক্লাবে ফিরলেন দি মারিয়া৪৬ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে চার বছর রিয়াল কোচের দায়িত্ব পালন করে এ মৌসুম শেষে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। সদ্য শেষ হওয়া মৌসুমে তাঁর অধীনে বড় কোনো ট্রফি জিততে পারেনি রিয়াল। উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে এবং লা লিগায় হয়েছে দ্বিতীয়। হেরেছে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনাল।
ওরা বিশ্বের সেরা জাতীয় দল। আমি বলছি সে জন্য নয়, ওদের জার্সিতে পাঁচটি তারকা আছে। এখন আমার সামনে ষষ্ঠটি (বিশ্বকাপ) জেতানোর চ্যালেঞ্জ। ইতালি? এ মুহূর্তে আমার স্প্যালেত্তি তাঁদের কোচিং করাচ্ছেন এবং তিনি গ্রেট কোচ। তারা (ইতালি) আমাকে ডাকেনি, যেটা ব্রাজিল বহু আগেই করেছে।ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকিন্তু তার আগের মৌসুমে (২০২৩–২৪) লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল। আনচেলত্তি সে মৌসুমের রিয়ালের মতো খেলাতে চান ব্রাজিলকে, ‘আমার ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে। কিন্তু এ বছরের রিয়াল মাদ্রিদের মতো নয়, গত বছরের রিয়াল মাদ্রিদের মতো। আমি এটাই চাই। আমি জানি ব্যাপারটা নির্ভর করে খেলোয়াড়দের ওপর। মাঠে তাদের স্বস্তিতে থাকতে দিতে হবে। দলের শুধু একটি পরিচিতি থাকবে সেটা আমার অপছন্দ, আর তা স্মার্টও নয়।’
আরও পড়ুনআর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠেছিল যে গোলকিপারের গায়ে১ ঘণ্টা আগে৬৫ বছর বয়সী আনচেলত্তি ইতিহাসেরই সেরা কোচদের একজন। সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস গড়া এই কোচ কখনো তাঁর জন্মভূমি ইতালির জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেননি। সেটি কেন এবং ব্রাজিলের দায়িত্ব কেন নিলেন, এ প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেছেন, ‘এটা সহজ। ওরা বিশ্বের সেরা জাতীয় দল। আমি বলছি সে জন্য নয়, ওদের জার্সিতে পাঁচটি তারকা আছে। এখন আমার সামনে ষষ্ঠটি (বিশ্বকাপ) জেতানোর চ্যালেঞ্জ। ইতালি? এ মুহূর্তে আমার স্প্যালেত্তি তাঁদের কোচিং করাচ্ছেন এবং তিনি গ্রেট কোচ। তারা (ইতালি) আমাকে ডাকেনি, যেটা ব্রাজিল বহু আগেই করেছে।’
মার্কা জানিয়েছে, চারজন নিরাপত্তারক্ষীসহ আনচেলত্তির যাতায়াতের জন্য বুলেটপ্রুফ গাড়িও দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত সোমবার ব্রাজিলের কোচ হিসেবে তাঁকে পরিচয় করিয়ে দেয় সিবিএফ। সাও পাওলোর করিন্থিয়ান্স অনুশীল সেন্টারে আগামী সোমবার প্রথমবারের মতো ব্রাজিল দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নামবেন আনচেলত্তি।
আনচেলত্তির প্রথম পরীক্ষা বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার চারে ব্রাজিল। এই মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে আন্তমহাদেশীয় প্লে-অফ বাধা টপকে খেলতে হবে বিশ্বকাপে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র য় ল ম দ র দ র মত ব র জ লক ব শ বক প আম র স ফ টবল
এছাড়াও পড়ুন:
নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।
আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।