কার্লো আনচেলত্তির অধীনে কেমন ফুটবল খেলবে ব্রাজিল? ইতালিয়ান এই কোচ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেওয়ার পর প্রশ্নটি উঠেছে। আনচেলত্তি নিজেই তার উত্তর দিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে। রিয়াল মাদ্রিদের খেলার ধাঁচে তিনি খেলাতে চান ব্রাজিলকে।

তবে একটা কিন্তু আছে। সদ্য শেষ হওয়া মৌসুমে মাদ্রিদের ক্লাবটি যেমন ফুটবল খেলেছে তেমন নয়, তার আগের মৌসুমে যেমন খেলেছে ব্রাজিলকে সেভাবেই খেলাতে চান আনচেলত্তি।

আরও পড়ুনদুর্বৃত্তদের হুমকির এক বছর পর শৈশবের ক্লাবে ফিরলেন দি মারিয়া৪৬ মিনিট আগে

দ্বিতীয় মেয়াদে চার বছর রিয়াল কোচের দায়িত্ব পালন করে এ মৌসুম শেষে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। সদ্য শেষ হওয়া মৌসুমে তাঁর অধীনে বড় কোনো ট্রফি জিততে পারেনি রিয়াল। উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে এবং লা লিগায় হয়েছে দ্বিতীয়। হেরেছে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনাল।

ওরা বিশ্বের সেরা জাতীয় দল। আমি বলছি সে জন্য নয়, ওদের জার্সিতে পাঁচটি তারকা আছে। এখন আমার সামনে ষষ্ঠটি (বিশ্বকাপ) জেতানোর চ্যালেঞ্জ। ইতালি? এ মুহূর্তে আমার স্প্যালেত্তি তাঁদের কোচিং করাচ্ছেন এবং তিনি গ্রেট কোচ। তারা (ইতালি) আমাকে ডাকেনি, যেটা ব্রাজিল বহু আগেই করেছে।ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি

কিন্তু তার আগের মৌসুমে (২০২৩–২৪) লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল। আনচেলত্তি সে মৌসুমের রিয়ালের মতো খেলাতে চান ব্রাজিলকে, ‘আমার ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে। কিন্তু এ বছরের রিয়াল মাদ্রিদের মতো নয়, গত বছরের রিয়াল মাদ্রিদের মতো। আমি এটাই চাই। আমি জানি ব্যাপারটা নির্ভর করে খেলোয়াড়দের ওপর। মাঠে তাদের স্বস্তিতে থাকতে দিতে হবে। দলের শুধু একটি পরিচিতি থাকবে সেটা আমার অপছন্দ, আর তা স্মার্টও নয়।’

আরও পড়ুনআর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠেছিল যে গোলকিপারের গায়ে১ ঘণ্টা আগে

৬৫ বছর বয়সী আনচেলত্তি ইতিহাসেরই সেরা কোচদের একজন। সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস গড়া এই কোচ কখনো তাঁর জন্মভূমি ইতালির জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেননি। সেটি কেন এবং ব্রাজিলের দায়িত্ব কেন নিলেন, এ প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেছেন, ‘এটা সহজ। ওরা বিশ্বের সেরা জাতীয় দল। আমি বলছি সে জন্য নয়, ওদের জার্সিতে পাঁচটি তারকা আছে। এখন আমার সামনে ষষ্ঠটি (বিশ্বকাপ) জেতানোর চ্যালেঞ্জ। ইতালি? এ মুহূর্তে আমার স্প্যালেত্তি তাঁদের কোচিং করাচ্ছেন এবং তিনি গ্রেট কোচ। তারা (ইতালি) আমাকে ডাকেনি, যেটা ব্রাজিল বহু আগেই করেছে।’

মার্কা জানিয়েছে, চারজন নিরাপত্তারক্ষীসহ আনচেলত্তির যাতায়াতের জন্য বুলেটপ্রুফ গাড়িও দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত সোমবার ব্রাজিলের কোচ হিসেবে তাঁকে পরিচয় করিয়ে দেয় সিবিএফ। সাও পাওলোর করিন্থিয়ান্স অনুশীল সেন্টারে আগামী সোমবার প্রথমবারের মতো ব্রাজিল দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নামবেন আনচেলত্তি।

আনচেলত্তির প্রথম পরীক্ষা বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার চারে ব্রাজিল। এই মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে আন্তমহাদেশীয় প্লে-অফ বাধা টপকে খেলতে হবে বিশ্বকাপে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র য় ল ম দ র দ র মত ব র জ লক ব শ বক প আম র স ফ টবল

এছাড়াও পড়ুন:

৮ বছরেও শুরু হয়নি কুবির ২ বিভাগের কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ৮ বছর আগে অনুমোদন পাওয়া দুটি বিভাগ এখনো চালু হয়নি। অনুমোদন সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির কারণে বিভাগ দুটি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞান অনুষদের অধীনে ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ চালুর অনুমোদন দেওয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু হওয়ার কথা থাকলেও, তখন বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের পরে বিভাগ দুটি চালুর পরিকল্পনা করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ হয়নি।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরের জরুরি নির্দেশনা 

সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

এছাড়া, তৎকালীন অর্গানোগ্রামে ৩১টি বিভাগের মধ্যে এই দুইটি বিভাগ অন্তর্ভুক্ত ছিল না, যা পরবর্তীতে চালু করা নিয়ে জটিলতা তৈরি করে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করে এই বিষয়ে পুনরায় আলোচনা করে। ইউজিসি নির্দেশনা অনুযায়ী, নতুন অর্গানোগ্রামে বিভাগের অন্তর্ভুক্তি ও নতুন বিভাগের প্রস্তাব রাখা হয়েছে।

সে অনুযায়ি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুবির ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে পূর্বের ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ এর পরিবর্তে ‘লজিস্টিক্স ও মার্চেন্ডাইজিং বিভাগ’ এবং ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’-এর পরিবর্তে ‘পরিবেশ বিজ্ঞান বিভাগ’ নামে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এছাড়াও অর্গানোগ্রামে নতুন আরও ১৮টি বিভাগের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

তৎকালীন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রস্তাবক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “২০১৭ সালে অনুমোদন থাকলেও জায়গা সংকটের কারণে বিভাগ চালু করা সম্ভব হয়নি। পরে প্রশাসন পাল্টালেও কেউ উদ্যোগ নেয়নি।”

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অর্গানোগ্রামে অন্তর্ভুক্তি মানে এখনই চালু হবে না। অনুমোদন থাকলেও তৎকালীন সময়ে চালু করা সম্ভব হয়নি। এখন ইউজিসি নির্দেশনায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তৎকালীন প্রশাসন বলতে পারবে কেন বিভাগ চালু হয়নি। আমরা সবার সঙ্গে আলোচনা মাধ্যমে নতুন করে উদ্যোগ নিয়েছি। আগামী ২ বছরের মধ্যে আশা করি বিভাগ চালু করা সম্ভব হবে, তখন নতুন ক্যাম্পাসও প্রস্তুত থাকবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ