লাল-সবুজে খেলতে তর সইছে না ফাহমিদুলের
Published: 30th, May 2025 GMT
গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সৌদি আরবে করা ক্যাম্পে ছিলেন ফাহমিদুল ইসলাম। মরুর দেশ থেকে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি ইতালিপ্রবাসী এ খেলোয়াড়। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় না থাকায় ফাহমিদুলকে ফিরে যেতে হয়েছিল ইতালিতে।
জুনে ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের জন্য বুধবার ঢাকায় ফেরেন এ ফরোয়ার্ড। আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি না হওয়া ফাহমিদুল কথা বলেছেন বাফুফের ফেসবুক পেজে।
৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে তর সইছে না তাঁর, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। লাল-সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ, এখন খেলার জন্য মুখিয়ে আছি।’
দুটি ম্যাচ সামনে রেখে আজ থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হয়েছে। তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা ও সোমিত সোমের খেলার সম্ভাবনা একেবারেই কম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।