অজয়–কাজলের মেয়েকে কি বলিউডে দেখা যাবে
Published: 31st, May 2025 GMT
বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কাজল অভিনীত ছবি ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবিতে কাজলকে দেখা যাবে তাঁর মেয়েকে রক্ষা করার জন্য অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে। গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অজয় দেবগন প্রযোজিত ছবির ট্রেলার। কাজল আর অজয় এই ছবি নিয়ে কিছু কথা মেলে ধরেন এদিনের অনুষ্ঠানে। দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গও উঠে আসে এদিন।
ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয়, কাজল ছাড়া উপস্থিত ছিলেন আর মাধবনও। অজয়ের ‘শয়তান’ ছবির মূল খলনায়ক ছিলেন মাধবন। এই আসরে হঠাৎই এসে সবাইকে চমকে দেন তিনি। কাজল জানান যে এই প্রথম মাইথো-হরর ছবিতে কাজ করলেন তিনি।
অজয় দেবগন। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা/রায়হান/ইভা