প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক ও ভূরাজনীতি গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। এ সফরে দ্বিপক্ষীয় বৈঠকে ১০০ কোটি ডলারের বেশি সহায়তা, আগামী ৫ বছরে কমপক্ষে ১ লাখ শ্রমিক নিয়োগ, মানবসম্পদ উন্নয়নসহ বেশ কিছু প্রতিশ্রুতি এসেছে টোকিও থেকে। এ ছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের বিষয়টিও দ্রুততম সময়ে সইয়ের অঙ্গীকার করেছে দু’দেশ। 

স্বাধীনতার পর থেকে অর্থনৈতিক সহযোগিতার দিক থেকে জাপানের অবস্থান শীর্ষে বলে সফরের বিশ্লেষণে মত দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি সমকালকে বলেন, অর্থনৈতিকভাবে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশকে সামনের দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করবে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের চুক্তির প্রয়োজন হবে। জাপানের সঙ্গে এ ধরনের চুক্তি এ বছরের মধ্যে সই হলে সেটি একটি মাইলফলক হবে। 

প্রধান উপদেষ্টার জাপান সফরকে একাধিক দিক থেকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি এনে দিয়েছে বলে মনে করেন প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এই সফরের মাধ্যমে শুধু বিনিয়োগই নয়, বাংলাদেশি কর্মীদের জাপানে পাঠানোর জন্যও একটি বড় পথ উন্মুক্ত হয়েছে। আগামী পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামীতে জাপান বাংলাদেশের জন্য বড় শ্রমবাজারে পরিণত হবে।

প্রেস সচিব জানান, জাপান সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প মাতারবাড়ী নিয়ে। মাতারবাড়ী প্রকল্পে জাপান বড় ধরনের বিনিয়োগ করবে। এ প্রকল্পের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ২৯ মিলিয়ন মার্কিন ডলারের বৃহৎ অংশ জাপান দেবে। 

গত ৩০ মে টোকিওতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাত সমঝোতা স্মারক সই করে দু’দেশ। বাংলাদেশে জাপানি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) ওয়ানস্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেম, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারিচালিত সাইকেলের জন্য কারখানা স্থাপন, তথ্য সুরক্ষার জন্য একটি পাইলট প্রকল্প চালু এবং বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (বিএসইজেড) সঙ্গে ভূমি চুক্তিসহ সমঝোতা স্মারক সই হয়।

অর্থনীতির পাশাপাশি সফরে গুরুত্ব পেয়েছে ভূরাজনীতি ও প্রতিরক্ষা সহযোগিতা। সফরে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর-সংক্রান্ত চুক্তিতে বাংলাদেশ ও জাপান নীতিগতভাবে একমত হয়েছে এবং চুক্তিটি দ্রুত সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছে। পাশাপাশি রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ। এ ছাড়া জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি টহল জাহাজ দ্রুত সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কৌশলগত অংশীদার হিসেবে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে একটি মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিও পুনর্ব্যক্ত করেছে। 

রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি 

কূটনীতিকদের মতে, ড. ইউনূসের সফরটি রাজনৈতিকভাবে গুরুত্ব দিয়েছে টোকিও। প্রধান উপদেষ্টার সফরটি শুরুতে নিক্কেই ফোরামের বৈঠকে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা ছিল। তবে এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পিছপা হয়নি জাপান। আর গত ২৬ মে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে নিক্কেই ফোরামের বৈঠকের আগে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে বৈঠকটি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সফরটি দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করেছে টোকিও।

উৎস: Samakal

কীওয়ার্ড: প রকল প সহয গ ত র জন ত র জন য

এছাড়াও পড়ুন:

৮ বছরেও শুরু হয়নি কুবির ২ বিভাগের কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ৮ বছর আগে অনুমোদন পাওয়া দুটি বিভাগ এখনো চালু হয়নি। অনুমোদন সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির কারণে বিভাগ দুটি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞান অনুষদের অধীনে ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ চালুর অনুমোদন দেওয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু হওয়ার কথা থাকলেও, তখন বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের পরে বিভাগ দুটি চালুর পরিকল্পনা করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ হয়নি।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরের জরুরি নির্দেশনা 

সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

এছাড়া, তৎকালীন অর্গানোগ্রামে ৩১টি বিভাগের মধ্যে এই দুইটি বিভাগ অন্তর্ভুক্ত ছিল না, যা পরবর্তীতে চালু করা নিয়ে জটিলতা তৈরি করে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করে এই বিষয়ে পুনরায় আলোচনা করে। ইউজিসি নির্দেশনা অনুযায়ী, নতুন অর্গানোগ্রামে বিভাগের অন্তর্ভুক্তি ও নতুন বিভাগের প্রস্তাব রাখা হয়েছে।

সে অনুযায়ি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুবির ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে পূর্বের ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ এর পরিবর্তে ‘লজিস্টিক্স ও মার্চেন্ডাইজিং বিভাগ’ এবং ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’-এর পরিবর্তে ‘পরিবেশ বিজ্ঞান বিভাগ’ নামে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এছাড়াও অর্গানোগ্রামে নতুন আরও ১৮টি বিভাগের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

তৎকালীন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রস্তাবক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “২০১৭ সালে অনুমোদন থাকলেও জায়গা সংকটের কারণে বিভাগ চালু করা সম্ভব হয়নি। পরে প্রশাসন পাল্টালেও কেউ উদ্যোগ নেয়নি।”

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অর্গানোগ্রামে অন্তর্ভুক্তি মানে এখনই চালু হবে না। অনুমোদন থাকলেও তৎকালীন সময়ে চালু করা সম্ভব হয়নি। এখন ইউজিসি নির্দেশনায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তৎকালীন প্রশাসন বলতে পারবে কেন বিভাগ চালু হয়নি। আমরা সবার সঙ্গে আলোচনা মাধ্যমে নতুন করে উদ্যোগ নিয়েছি। আগামী ২ বছরের মধ্যে আশা করি বিভাগ চালু করা সম্ভব হবে, তখন নতুন ক্যাম্পাসও প্রস্তুত থাকবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ