দল বদলেছে, কোচও বদলেছেন, কিন্তু ফুটবলটা যেন আগের মতই রয়ে গেছে। বহু প্রতীক্ষার পর ডাগআউটে কার্লো আনচেলত্তিকে পেয়ে আশায় বুক বেঁধেছিল ব্রাজিলিয়ান সমর্থকরা। তবে কোচ বদলালেও মাঠে দেখা গেল না নতুন কোনো প্রাণ।

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের মাঠে আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে ব্রাজিল। শুক্রবার ভোরে (বাংলাদেশ সময়) শুরু হওয়া ম্যাচটিতে পুরো সময় জুড়ে রিচার্লিসন-ভিনিসিয়ুসরা ছিলেন নিষ্প্রভ। বল দখলেও খানিকটা পিছিয়ে ছিল সেলেসাওরা। আক্রমণে ধার ছিল না বলেই গোলের মুখ খোলাও সম্ভব হয়নি। বিপরীতে, ইকুয়েডর বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণ ভেদ করে সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ঘাটতিতে ম্যাচের ফল দাঁড়ায় গোলশূন্য ড্র’তে।

এই ড্রয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর রয়েছে ছয়ে। তবে আনচেলত্তির যাত্রা শুরু এমন বিবর্ণ হবে, তা হয়তো কেউই ভাবেননি।

বিস্তারিত আসছে.

..

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ