কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চালসহ ট্রাক আটক
Published: 16th, August 2025 GMT
কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজারে আনছারের দোকানের সামনে থেকে ট্রাকবোঝাই চালগুলো উদ্ধার করা হয়।
৩০০ বস্তা চালসহ ট্রাকটি বর্তমানে মিরপুর থানায় হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) নিকাতুল ইসলাম।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পোড়াদহ নতুন বাজারে এক ট্রাক সরকারি চোরাই চাল কেনা বেচা হচ্ছে। এরই প্রেক্ষিতে শুক্রবার দুপুরের দিকে পুলিশের সহায়তায় পোড়াদহ নতুন বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেসময় আনছারের দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশী করা হয়। ট্রাকটিতে সরকারি ৩০০ বস্তা চাল পাওয়া যায়।”
তিনি আরো বলেন, “ট্রাকের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় ৩০০ বস্তা সরকারি এই চাল তারা ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায় এনেছেন। তবে এ চাল কার কাছে এসেছে তা জানা সম্ভব হয়নি।”
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “শুক্রবার দুপুরের দিকে মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল ইসলাম পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় সরকারি চালসহ একটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত নেওয়া হবে।”
ঢাকা/কাঞ্চন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ লসহ সরক র
এছাড়াও পড়ুন:
কষ্ট পুষে রাখা মানুষটির আজ জন্মদিন
১৮ অক্টোবর ২০১৮। সকাল থেকেই ছড়িয়ে পড়ল খবরটা—আইয়ুব বাচ্চু নেই! বেলা বাড়তেই হাসপাতাল লোকারণ্য। চট্টগ্রামের শেষযাত্রার আয়োজনে জনসমুদ্র। এত বিষণ্নতা নিকট অতীতে দেখেনি ব্যান্ড সংগীতের সাম্রাজ্য। শুধু কি সাম্রাজ্য? ফিকে হয়ে গেল এ প্রজন্মের ব্যান্ড সংগীত অনুরাগীদের ছেলেবেলা! চলে গেলেন ‘গিটারের জাদুকর’! এই শোক কতটা কাটিয়ে উঠতে পারবে দেশের ব্যান্ড সংগীতাঙ্গন? আপামর সংগীতপ্রেমীর দল? মাত্র ছাপ্পান্নতেই সব শেষ! ক্যালেন্ডারের পাতায় যদি সেই দিনটি না থাকত, ১৮ অক্টোবর ২০১৮? তাহলে আজ তিনি পূর্ণ করতেন ৬৩, পড়তেন ৬৪তম বছরে। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে মাত্র ছাপ্পান্ন বছরের সময় হাতে নিয়ে এসেছিলেন তিনি। বাবা চেয়েছিলেন ছেলের এমন একটা নাম হবে, যা অন্য কারও নেই। যেমন আইয়ুব আলী, আইয়ুব হোসেন—এমন তো হয়-ই। দুটি নাম থেকে আলাদা অংশ নিয়ে রাখা হলো, আইয়ুব বাচ্চু। সেই থেকে তিনি হলেন ‘ওয়ান অ্যান্ড অনলি’।
মা-বাবার আদরের ছেলে। তাই বলে যে সংগীতচর্চার জন্য খুব একটা অনুকূল পরিবেশ তিনি পেয়েছিলেন, তা কিন্তু নয়। সেই ছোটবেলা থেকেই সংসারে থেকেও বোহেমিয়ান আইয়ুব বাচ্চু। বাউন্ডুলে স্বভাবের জন্য সংসারের কিছুই যেন স্পর্শ করতে পারছিল না তাঁকে। বাবার ব্যবসায় মন বসে না, লেখাপড়ায় মন বসে না। অনিশ্চিত এক ভবিষ্যৎ ছিল তাঁর।
সব ছাপিয়ে আইয়ুব বাচ্চু ছিলেন গিটারের জাদুকর