কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজারে আনছারের দোকানের সামনে থেকে ট্রাকবোঝাই চালগুলো উদ্ধার করা হয়। 

৩০০ বস্তা চালসহ ট্রাকটি বর্তমানে মিরপুর থানায় হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) নিকাতুল ইসলাম। 

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পোড়াদহ নতুন বাজারে এক ট্রাক সরকারি চোরাই চাল কেনা বেচা হচ্ছে। এরই প্রেক্ষিতে শুক্রবার দুপুরের দিকে পুলিশের সহায়তায় পোড়াদহ নতুন বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেসময় আনছারের দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশী করা হয়। ট্রাকটিতে সরকারি ৩০০ বস্তা চাল পাওয়া যায়।” 

তিনি আরো বলেন, “ট্রাকের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় ৩০০ বস্তা সরকারি এই চাল তারা ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায় এনেছেন। তবে এ চাল কার কাছে এসেছে তা জানা সম্ভব হয়নি।”

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “শুক্রবার দুপুরের দিকে মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল ইসলাম পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় সরকারি চালসহ একটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত নেওয়া হবে।”

ঢাকা/কাঞ্চন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ লসহ সরক র

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ