যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের খড়্গ থেকে বাঁচতে বাজেটে এবার ১১০টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তবে যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার হয়েছে, সেগুলো সব দেশ থেকে আমদানিতেও একই সুবিধা মিলবে। গত এপ্রিলে আরোপ করা ট্রাম্পের পাল্টা শুল্ককে কেন্দ্র করে ১১০টি পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহার করা হলেও যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্যের আমদানি খুব বাড়বে বলে মনে করেন না ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।

গত সোমবার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেছেন, ‘আমদানি পণ্যের শুল্ক-করের হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।’

অবশ্য বাজেটে মোটাদাগে ৯৭টি পণ্যের কাস্টমস শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে ১৩টি পণ্যে নির্দিষ্ট আমদানি শুল্ক প্রত্যাহার করে মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে। তাতে সব মিলিয়ে আমদানি শুল্ক প্রত্যাহার হওয়া পণ্যের সংখ্যা দাঁড়ায় ১১০টি। এগুলোর মধ্যে আবার সব কটি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, গত বছর যুক্তরাষ্ট্র থেকে ২ হাজার ৫১৫টি এইচএসকোডের (পণ্যের শ্রেণিবিভাজন) পণ্য আমদানি হয়েছে বাংলাদেশে। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে রডের প্রধান কাঁচামাল স্ক্র্যাপ বা পুরোনো লোহার টুকরো। এই কাঁচামালটি আমদানিতে এত দিন আমদানি শুল্ক ছিল টনপ্রতি দেড় হাজার টাকা। এবারের বাজেটে সেই শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

এনবিআরের হিসাবে, গত বছর বিশ্বের ৫০টি দেশ থেকে ২১৪ কোটি ডলারের পুরোনো লোহার টুকরো আমদানি হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় প্রায় ৭৮ কোটি ডলারের, যা মোট আমদানির ৩৬ শতাংশ। বাংলাদেশে মূলত আবুল খায়ের গ্রুপ, বিএসআরএম গ্রুপ, জিপিএইচ ইস্পাত, কেএসআরএম গ্রুপসহ হাতে গোনা কয়েকটি বড় শিল্প গ্রুপ যুক্তরাষ্ট্র থেকে লোহার টুকরো আমদানি করে।

বাজেটে শুল্ক কমানোর পদক্ষেপে দেশটি থেকে আমদানি বাড়বে কি না, জানতে চাইলে দুজন আমদানিকারক প্রথম আলোকে জানান, বাজেটে আমদানি শুল্ক কমানো হলেও মূল্য সংযোজন কর বাড়ানো হয়েছে। ফলে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির কোনো কারণ নেই। যেখানে সস্তা এবং মান ভালো, সেখান থেকেই আমদানি বেশি হয়।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া দ্বিতীয় শীর্ষ পণ্য হলো সয়াবিনবীজ। এটি আমদানিতে কোনো শুল্ক নেই। গত বছর ৯৪ কোটি ডলারের সয়াবিনবীজ আমদানি হয়েছে। সবচেয়ে বেশি আমদানি হয় ব্রাজিল থেকে। গত বছর দেশটি থেকে আমদানি হয় ৫৬ কোটি ডলারের সয়াবিনবীজ, যা মোট আমদানির ৬০ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় ৩২ কোটি ডলারের, যা মোট আমদানির ৩৪ শতাংশ।

সয়াবিনবীজ থেকে সয়াবিন তেল ও সয়ামিল তৈরি হয়। সয়াবিনবীজ আমদানিতে কাস্টমস শুল্ক শূন্য। অর্থাৎ কাঁচামাল ও প্রস্তুত পণ্য আমদানিতে কোনো ব্যবধান নেই। ফলে দেশীয় ফিড মিলগুলো দেশীয় কারখানা থেকে না কিনে সরাসরি আমদানি করে। এতে এই শিল্পের কর্মচাঞ্চল্য কমছে। এ জন্য বাজেটে সয়ামিল আমদানিতে অন্তত ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিডস ক্রাশিং মিলস। বাজেটের খসড়ায় তা রাখাও হয়েছিল। শেষ মুহূর্তে তা বাদ দেওয়া হয়।

জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব সিডস ক্রাশিং মিলসের আহ্বায়ক ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, কাঁচামাল ও প্রস্তুত পণ্যে একই শুল্ক থাকলে কোনো শিল্প টেকসই হতে পারে না। প্রস্তুত পণ্যে শুল্ক আরোপ করা হলে সয়াবিন বীজ আমদানি বাড়ত। বিশেষ করে ভালো মানের কারণে যুক্তরাষ্ট্র থেকেই বেশি আসত। এতে দুটি কাজ হতো—এক.

সয়ামিল ও সয়াবিনে আমদানিনির্ভরতা কমত। দুই. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি কমত।

এই দুটি পণ্য ছাড়াও উড়োজাহাজের যন্ত্রাংশ, গ্যাস টারবাইন, অগ্নিনিরাপত্তা যন্ত্র, বিশেষ ক্যাটাগরির সুতা, সিনথেটিক স্ট্যাপল ফাইবার ইত্যাদির আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এসব পণ্যের আমদানি শুল্ক ছিল ১ শতাংশ। তবে যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য আমদানি হলেও তা খুবই কম। ফলে যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য আমদানিতে খুব বেশি প্রভাব পড়বে না বলে জানান এ খাতের একজন ব্যবসায়ী।

ব্যবসায়ীরা জানান, দূরত্বের কারণে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে খরচ বেশি। এ কারণে কম দূরত্বের দেশ ভারত ও চীন থেকে পণ্য আমদানি বেশি হয়। এরপরও পণ্যের মান ও সহজলভ্যতার কারণে যুক্তরাষ্ট্র থেকে অনেক পণ্য আমদানি করা হয়। যেমন যুক্তরাষ্ট্র থেকে গত বছর বাংলাদেশ ২৯১ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চলের সঙ্গে বাংলাদেশি পণ্য আমদানিতেও ‘রেসিপ্রোক্যাল ট্যারিফ’ বা ‘পাল্টা শুল্ক’ আরোপ করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ার কারণে তারা ৩৭ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করে। যদিও পরে তিন মাসের জন্য তা স্থগিত ঘোষণা করেছে দেশটি। তবে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক বহাল রাখা হয়। পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে সরকার। এরই অংশ হিসেবে বাজেটে ১১০টি পণ্যে আমদানি শুল্ক কমানো হয়।

যুক্তরাষ্ট্র থেকে আমদানির প্রভাব সীমিত

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রাম্পের শুল্ককে কেন্দ্র করে ১১০টি পণ্যে শুল্ক প্রত্যাহার করা হলেও সব দেশই একই সুবিধা পাবে। এতে শুল্ক আহরণে নেতিবাচক প্রভাব পড়বে। এই সুবিধা মার্কিন রপ্তানিকারকদের মতো অন্য দেশের রপ্তানিকারকেরাও পাচ্ছে। তাতে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের প্রতিযোগিতার সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন হবে না। অর্থাৎ দেশটি থেকে আমদানি খুব বেশি বাড়বে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক উদারীকরণের যে চাহিদা রয়েছে, তা মেটানো যাবে। তবে দর–কষাকষির আগে শুল্ক প্রত্যাহার করায় শুল্ক উদারীকরণের তাৎপর্য কমে যাবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র থ ক য ক তর ষ ট র র শ ল ক কম প রস ত ত আমদ ন র ট আমদ ন গত বছর ন ক রক দ র কর

এছাড়াও পড়ুন:

৪৪তম বিসিএসের ৪০০ রিপিট ক্যাডার বাদ দিচ্ছে সরকার, নতুন সিদ্ধান্ত আসছে

৪৪তম বিসিএসে পুনরাবৃত্তি হওয়া ৪০০ ক্যাডারকে বাদ দেওয়া হচ্ছে। তারা ৪৩তম বিসিএসে বা আগের বিসিএসে যে ক্যাডারে আছেন ৪৪তম বিসিএসেও একই ক্যাডার পেয়েছিলেন। এই ৪০০ ক্যাডারকে নিয়ে সিদ্ধান্ত দ্রুতই হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা।

প্রথম আলোকে ওই কর্মকর্তা আজ বৃহস্পতিবার বলেন, ৪০০ ক্যাডারকে নিয়ে পিএসসির কিছু সুপারিশ আমরা পেয়েছি। এগুলো বাদ দিতে সরকার কাজ করছে। বাদ দিলে কি করা হবে তা নিয়েও কাজ করছে সরকার। এখন পিএসসিকে এ বিষয় নিয়ে একটি মতামত দিতে বলা হয়েছে। পেলেই তা পর্যালোচনা করে এ বিষয়ে প্রজ্জাপন দেওয়া হবে। এটি যাতে স্থায়ীভাবে বন্ধ হয় সেজন্য আমরা কাজ করছি।

আরও পড়ুন৪৯তম বিসিএস: অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা৩০ জুলাই ২০২৫

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুন প্রকাশিত হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১ হাজার ৬৯০ জনের মধ্যে প্রায় ৪০০ জন প্রার্থী একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন (রিপিট ক্যাডার)। এই ৪০০ জনের তালিকা পেয়েছে পিএসসি। এই রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে। এ–সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় পিএসসি।

পিএসসি জনপ্রশাসনের চিঠিতে বলছে, এই রিপিট ক্যাডারের ফলে নতুন ও অপেক্ষমাণ মেধাবীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি প্রশাসনিক কাঠামো ও জনসম্পদের সদ্ব্যবহারে বাধা সৃষ্টি করছে। এখন এটি অনুমোদনের অপেক্ষায় আছে।

একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪–এর বিধি-১৭ এর শেষে নিম্নোক্ত শর্ত যুক্ত করার প্রস্তাব করেছে পিএসসি।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫শর্তে কী আছে—

পিএসসির চিঠিতে শর্ত হিসেবে বলা আছে, ‘তবে শর্ত থাকে যে এই বিধির আওতাধীন সরকারের নিকট সুপারিশ প্রেরণ করিবার প্রাক্কালে, কিংবা কোনো বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুতকালে, সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক প্রদত্ত লিখিত তথ্যের ভিত্তিতে কিংবা কমিশন কর্তৃক নির্ধারিত কোনো পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি কমিশনের নিকট প্রতীয়মান হয় যে এই বিধির আওতাধীন মনোনয়নযোগ্য কিংবা মনোনীত কোনো প্রার্থী একই ক্যাডার পদ, সমপদ কিংবা প্রার্থীর আগ্রহ নেই এমন কোনো সার্ভিস বা ক্যাডার পদে পুনরায় মনোনীত হইবার কারণে মনোনীত সার্ভিসে বা ক্যাডার পদে যোগদান করিতে অনিচ্ছুক, এইরূপ ক্ষেত্রে কমিশন অনাগ্রহ প্রকাশকারী প্রার্থীকে এই বিধির আওতাধীন সরকারের নিকট সুপারিশ করা হইতে বিরত থাকিতে পারিবে; আরও শর্ত থাকে যে প্রথম শর্তাংশে বর্ণিত বিধান অনুযায়ী কোনো প্রার্থীকে সুপারিশ করা হইতে বিরত থাকিবার কারণে উদ্ধৃত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রেরণ করিবার জন্য উত্তীর্ণ প্রার্থিগণের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী প্রার্থী নির্বাচনপূর্বক কমিশন সম্পূরক ফলাফল প্রকাশ এবং সার্ভিসে বা ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের নিকট সুপারিশ প্রেরণ করিতে পারিবে;আরও অধিকতর শর্ত থাকে যে দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত সম্পূরক ফলাফল দ্বারা বা উহার পরিণতিতে প্রথম ঘোষিত ফলাফলে সার্ভিস বা ক্যাডার পদের জন্য মনোনীত কোনো প্রার্থীর প্রতিকূলে কোনো পরিবর্তন ঘটানো কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা যাইবে না।’

আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ