‘এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা জিতবে’—পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় নিয়ে এমবাপ্পে
Published: 7th, June 2025 GMT
কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়লেন আর সে মৌসুমেই অধরা চ্যাম্পিয়নস লিগ জিতে গেল পিএসজি। কেমন লাগছে ফরাসি তারকার—এমনটা জানার আগ্রহ জাগতেই পারে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে নিজেই দিলেন সেই উত্তর। বললেন, এ নিয়ে তাঁর কোনো খেদ কিংবা আক্ষেপ নেই।
জার্মানির বিপক্ষে নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন এমবাপ্পে। সেখানেই ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা কথা বললেন পিএসজিকে নিয়ে, ‘আমি আগেভাগে (পিএসজি) ছাড়িনি। আমার পিএসজির সঙ্গে অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। আমার কোনো খেদ নেই। সেখানে আমার পথচলা শেষ হয়ে গিয়েছিল।’
আমার তো চেষ্টার কমতি ছিল না। কিন্তু এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা জিতবে।কিলিয়ান এমবাপ্পেগত ৩১ মে মিউনিখের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। সেই দলের অংশ হতে না পারা এমবাপ্পে বললেন, ভাগ্যে ছিল না বলেই এমনটা হয়েছে, ‘আমার তো চেষ্টার কমতি ছিল না। কিন্তু এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা জিতবে।’
আজ ফ্রান্সের অনুশীলনে ফুরফুরে মেজাজেই ছিলেন এমবাপ্পে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত