‘এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা জিতবে’—পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় নিয়ে এমবাপ্পে
Published: 7th, June 2025 GMT
কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়লেন আর সে মৌসুমেই অধরা চ্যাম্পিয়নস লিগ জিতে গেল পিএসজি। কেমন লাগছে ফরাসি তারকার—এমনটা জানার আগ্রহ জাগতেই পারে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে নিজেই দিলেন সেই উত্তর। বললেন, এ নিয়ে তাঁর কোনো খেদ কিংবা আক্ষেপ নেই।
জার্মানির বিপক্ষে নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন এমবাপ্পে। সেখানেই ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা কথা বললেন পিএসজিকে নিয়ে, ‘আমি আগেভাগে (পিএসজি) ছাড়িনি। আমার পিএসজির সঙ্গে অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। আমার কোনো খেদ নেই। সেখানে আমার পথচলা শেষ হয়ে গিয়েছিল।’
আমার তো চেষ্টার কমতি ছিল না। কিন্তু এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা জিতবে।কিলিয়ান এমবাপ্পেগত ৩১ মে মিউনিখের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। সেই দলের অংশ হতে না পারা এমবাপ্পে বললেন, ভাগ্যে ছিল না বলেই এমনটা হয়েছে, ‘আমার তো চেষ্টার কমতি ছিল না। কিন্তু এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা জিতবে।’
আজ ফ্রান্সের অনুশীলনে ফুরফুরে মেজাজেই ছিলেন এমবাপ্পে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম