কোরবানির মাংস নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন, ছোট ভাইসহ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
Published: 8th, June 2025 GMT
কোরবানির মাংস নিয়ে শ্বশুবাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সাহেদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর ছোট ভাই রুমন আহমেদও (২২) প্রাণ হারিয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বড়লেখা থানা–পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে কোরবানির মাংস নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সাহেদ। সঙ্গে ছিলেন ছোট ভাই রুমন। সন্ধ্যা সাতটার দিকে কাঁঠালতলি বাজারের কাছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিপরীতমুখী প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহেদ মারা যান। গুরুতর আহত হন রুমন।
স্থানীয়রা রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এক ভাইয়ের (সাহেদ) মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পরপরই আরেক ভাইয়ের (রুমন) মৃত্যুর খবর মিলে।’
পুলিশ কর্মকর্তা নিউটন দত্ত আরও বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই ভাইয়ের লাশ হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বড়ল খ
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি