হামজাদের খেলা দেখতে মানতে হবে যে নির্দেশনা
Published: 10th, June 2025 GMT
১৬৫৯ দিন পর ঢাকায় ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ঈদের ছুটির আমেজে এই ম্যাচ ঘিরে উৎসাহী পুরো দেশ, বিশেষ করে ঢাকার ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। সমর্থকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে জানায়, ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। অর্থাৎ যারা মাঠে খেলা দেখতে আসবেন, তাদের অপেক্ষা করতে হতে পারে প্রায় সাত ঘণ্টা।
নিরাপত্তার স্বার্থে দর্শকদের সঙ্গে ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত কোনো সামগ্রী না আনার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যাদের কাছে বৈধ টিকিট নেই, তাদের স্টেডিয়ামের আশপাশে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে বাফুফে।
জাল টিকিট বা টিকিট সংক্রান্ত অনিয়ম রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ বিষয়ে কোনো অনিয়ম পেলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্টেডিয়াম চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশেষ নির্দেশনা রয়েছে তিন নম্বর গেট দিয়ে প্রবেশকারীদের জন্য। দৈনিক বাংলা ও রাজউক মোড় থেকে দুটি পৃথক লেন থাকবে—একটি শুধু দর্শকদের হাঁটার জন্য, অন্যটি যানবাহনের চলাচলের জন্য নির্ধারিত।
দীর্ঘ সময় গ্যালারিতে অবস্থান করার কথা মাথায় রেখে খাবার বা পানীয়র বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে। তবে ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে গান-বাজনার আয়োজন থাকবে, যা একক আন্তর্জাতিক ম্যাচে দেশের ফুটবলে এবারই প্রথম।
সব মিলিয়ে আজকের ম্যাচ ঘিরে এক অন্যরকম প্রস্তুতি নিয়েছে আয়োজক সংস্থা। এবার দেখার পালা, মাঠে কেমন পারফরম্যান্স দেখাতে পারেন জামাল ভূঁইয়ারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ঢাকায় অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার
ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শনিবার। এতে অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতিসহ হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি শিল্পের সহায়ক প্রতিষ্ঠানের স্টল থাকবে আরও ১২টি। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনের ছাদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ভবনেই বিসিআইয়ের কার্যালয় অবস্থিত।
আজ বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানান চেম্বারটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী, বিসিআইয়ের পরিচালক মো. শাহেদ আলম, এস এম শাহ আলম, জিয়া হায়দার প্রমুখ।
বিসিআইয়ের সভাপতি বলেন, হালকা প্রকৌশল খাতে বাংলাদেশে বর্তমানে ছোটবড় প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে কাজ করেন ১০ লাখ মানুষ। হালকা প্রকৌশল খাতে স্থানীয় বাজার ১২ বিলিয়ন ডলারের হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেক পূরণ করতে পারছেন। তা ছাড়া হালকা প্রকৌশল খাতের বৈশ্বিক বাজারের আকার প্রায় ৮ ট্রিলিয়ন ডলার। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাত আর বেশি মূল্য সংযোজন করতে পারবে না। ফলে আমাদের অর্থনীতিকে টেকসই করতে হলে আমাদের অন্য খাতে যেতে হবে। সে ক্ষেত্রে হালকা প্রকৌশল খাত পারে বড় সম্ভাবনার।
অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী বলেন, প্রতিবছর কৃষিজমি কমছে। কৃষকের বয়স বাড়ছে, তার কারণ তরুণেরা খুব কম কৃষিকাজে আসছেন। বিশ্বের অনেক দেশেই মোট জনগোষ্ঠীর ১০ শতাংশের কম কৃষিকাজে নিয়োজিত। ১০ শতাংশ মানুষ বাকি ৯০ শতাংশের জন্য খাদ্য জোগান দিচ্ছে। সে কারণে যন্ত্রের ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ছে। তবে বড় অংশই আমদানি করতে হচ্ছে।
আলিমুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশে ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতির বাজার আছে। তার মধ্যে দেশীয় কোম্পানিগুলো সরবরাহ করছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার যন্ত্রাংশ। নীতিসহায়তা পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।