ভুল করে মায়ের ইনজেকশন নবজাতককে, অতপর...
Published: 11th, June 2025 GMT
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল করে মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করা হয় বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকদের কয়েকদিনের আন্তরিক চেষ্টায় শিশুটি আশঙ্কামুক্ত হয়ে মঙ্গলবার বাড়ি ফিরেছে।
শিশুটির বাবা হোসেনপুরের আড়াইবাড়িয়া এলাকার বাসিন্দা সোহেল রানা। তিনি নরসিংদীর মাধবদী এলাকায় একটি ডায়িং কারখানায় চাকরি করেন। রোববার হোসেনপুরের মডার্ণ জেনারেল হাসপাতাল নামক একটি প্রাইভেট ক্লিনিকে সোহেলর স্ত্রী তন্বী আক্তার সিজারের মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম দেন। সিজার করেন ক্লিনিকের মালিক ডা.
শিশুটিকে চিকিৎসা দিয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুজিত দাস। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার শিশুটির চিকিৎসার তদারকি করেন।
শিশু বিশেষজ্ঞ ডা. সুজিত দাস বলেন, এ ধরনের শিশুকে নিউনেটাল ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এখানে আলাদা কোন নিউনেটাল ওয়ার্ড নেই। সাধারণ শিশু ওয়ার্ডে (পেডিএট্রিক ওয়ার্ড) ভর্তি রেখে শিশুটির দিকে সবসময় খেয়াল রাখা হয়েছে। আপাতদৃষ্টে শিশুটিকে ভাল মনে হলেও যে কোন সময় খারাপের দিকেও যেতে পারতো। শঙ্কামুক্ত হওয়ায় শিশুটিকে মঙ্গলবার বাড়ি পাঠানো হয়েছে।
ভুক্তভোগী শিশুর বাবা সোহেল রানা জানান, তিনি ঘটনাটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান ও সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্ম্মাকে জানিয়েছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে মডার্ণ জেনারেল হাসপাতালের মালিক শাহীন সুলতানা মীরার ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্ম্মা বলেছেন, জেলায় এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। শিশুটি সুস্থ হওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ ক ৎসক র অবহ ল ক শ রগঞ জ
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি