লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদ থেকে সরে দাড়ালেন নুরনবী
Published: 11th, June 2025 GMT
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন ফারুক হোসাইন নুরনবী।
বুধবার (১১ জুন) সকালে তিনি জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগ পত্র জমা দেন।
এদিকে, আজ বিকেল ৩টায় নুরনবীর জায়গায় জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দলটির জেলার নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে মনোনীত করা হয়েছে।
আরো পড়ুন:
জামায়াত নেতা কাউছার হত্যা মামলাটি রাজনৈতিক নয়: রেজাউল
জামায়াতকে এ্যানি
স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করবেন না
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন।”
জেলা জামায়তের আমির রুহুল আমীন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, “ফারুক হোসাইন নুরনবী জেলা জামায়েতের সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করলেও জেলা জামায়াতের শুরা সদস্য হিসেবে থাকবেন। নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে মনোনীত করা হয়। তিনি রামগতি-৪ সংসদীয় আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক র ট র র পদ থ ক পদত য গ ন রনব
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।