দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার পানিতে ডুবে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে টাঙ্গাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দু’জন, কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই শিশু, নারায়ণগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থী, কুমিল্লায় দুই কিশোরী, সিলেটে এক পর্যটক এবং গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, ভোলা ও নেত্রকোনায় একজন করে চার শিশু মারা গেছে।
টাঙ্গাইলে দু’জনের মৃত্যু
গতকাল টাঙ্গাইলের বাসাইল ও গোপালপুর উপজেলায় দু’জন মারা গেছেন। তারা হলেন– রাজধানীর রামপুরা এলাকার আবদুল লতিফের ছেলে নিহাল ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম। নিহাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, জাহিদুল, ইমন, রাব্বি, ফরিদসহ সাত বন্ধু মিলে মোটরসাইকেলে বাসাইল উপজেলার বাসুলিয়ায় ঘুরতে যান। দুপুর দেড়টার দিকে বাসুলিয়ায় বিলে গোসল শেষে সড়কের দিকে ফেরার পথে জাহিদুল নৌকা থেকে লাফ দিলে ডুবে যান।
কিশোরগঞ্জে দুই শিশু
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজার এলাকার রাসেল মিয়ার মেয়ে তাইয়েবা (১১) ও শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৮)।
আড়াইহাজারে দুই কিশোরী
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের খালে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো হাজিরটেক গ্রামের আবদুর রহমানের মেয়ে খাদিজা আক্তার (১১) ও আবদুর রহমানের ভাগনি ইউসুফ মিয়ার মেয়ে ইসরাত জাহান (১২)।
কুমিল্লায় দুই বোন
কুমিল্লায় পুকুরে ডুবে সাফা মারওয়া ও সামিরা আক্তার নামের দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর পূর্বপাড়া গ্রামের মজুমদারবাড়িতে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো বোন। সাফা স্থানীয় মুন্সিরহাট কলেজিয়েট কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্রী এবং সামিরা স্থানীয় বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
জাফলংয়ে পর্যটক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে মো.
এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরের লাখাইরচর গ্রামে খালাতো বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মিম আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল কুমার নদে গোসলে নেমে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্র সাব্বির হোসেন (৮) ডুবে মারা গেছে। ভোলার চরফ্যাসনে পুকুরে ডুবে ময়নার (৫) মৃত্যু হয়েছে। এ ছাড়া নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে অরিশা (১৪) মারা গেছে।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।