দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার পানিতে ডুবে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে টাঙ্গাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দু’জন, কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই শিশু, নারায়ণগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থী, কুমিল্লায় দুই কিশোরী, সিলেটে এক পর্যটক এবং গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, ভোলা ও নেত্রকোনায় একজন করে চার শিশু মারা গেছে।

টাঙ্গাইলে দু’জনের মৃত্যু

গতকাল টাঙ্গাইলের বাসাইল ও গোপালপুর উপজেলায় দু’জন মারা গেছেন। তারা হলেন– রাজধানীর রামপুরা এলাকার আবদুল লতিফের ছেলে নিহাল ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম। নিহাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, জাহিদুল, ইমন, রাব্বি, ফরিদসহ সাত বন্ধু মিলে মোটরসাইকেলে বাসাইল উপজেলার বাসুলিয়ায় ঘুরতে যান। দুপুর দেড়টার দিকে বাসুলিয়ায় বিলে গোসল শেষে সড়কের দিকে ফেরার পথে জাহিদুল নৌকা থেকে লাফ দিলে ডুবে যান।

কিশোরগঞ্জে দুই শিশু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজার এলাকার রাসেল মিয়ার মেয়ে তাইয়েবা (১১) ও শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৮)।

আড়াইহাজারে দুই কিশোরী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের খালে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো হাজিরটেক গ্রামের আবদুর রহমানের মেয়ে খাদিজা আক্তার (১১) ও আবদুর রহমানের ভাগনি ইউসুফ মিয়ার মেয়ে ইসরাত জাহান (১২)।

কুমিল্লায় দুই বোন

কুমিল্লায় পুকুরে ডুবে সাফা মারওয়া ও সামিরা আক্তার নামের দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর পূর্বপাড়া গ্রামের মজুমদারবাড়িতে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো বোন। সাফা স্থানীয় মুন্সিরহাট কলেজিয়েট কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্রী এবং সামিরা স্থানীয় বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

জাফলংয়ে পর্যটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে মো.

মাহিম (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাহিম চট্টগ্রামের বায়েজিদ থানার আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে। 

এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরের লাখাইরচর গ্রামে খালাতো বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মিম আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল কুমার নদে গোসলে নেমে তার মৃত্যু হয়। 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্র সাব্বির হোসেন (৮) ডুবে মারা গেছে। ভোলার চরফ্যাসনে পুকুরে ডুবে ময়নার (৫) মৃত্যু হয়েছে। এ ছাড়া নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে অরিশা (১৪) মারা গেছে। 

(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল র

এছাড়াও পড়ুন:

ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেফতারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

যে মামলায় আসামি করা হয়েছিল বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে
  • আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  
  • বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
  • যাদের টাকা নিয়েছেন, তাদের ফেরত দেন : মাকসুদ চেয়ারম্যানকে সাখাওয়াত
  • প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত
  • মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন 
  • ফতুল্লার দুই দশকের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাজ শুরু
  •  সংস্কৃতিসেবীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট