‘সিংহের মতো বুক চিতিয়ে দাঁড়ানো’ বাভুমা কি আজ ফিরবেন
Published: 14th, June 2025 GMT
টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আর মাত্র ৬৯ রান। লর্ডসে কাল তৃতীয় দিনে তৃতীয় উইকেটে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ড্রেসিংরুমে ফিরেছেন এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। চতুর্থ দিনে আজ দুজনের মাঠে নামার কথা। তবে বাভুমার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল কাল দিনের খেলা শেষে।
আরও পড়ুনবাউন্ডারি সীমানায় ক্যাচের নিয়ম পাল্টাচ্ছে এমসিসি১ ঘণ্টা আগেচতুর্থ দিনে বাভুমা ব্যাটিংয়ে নামতে পারবেন কি না, তাঁর শারীরিক ফিটনেসের কী অবস্থা—এ নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স কথা বলেছেন সংবাদমাধ্যমে। প্রিন্সের ভাষায়, ‘ক্যারিয়ারজুড়েই তাঁকে লড়াই করতে হয়েছে এবং এটা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তও হতে পারে। টেস্ট ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে আমার মতে এটা সবচেয়ে বড় মঞ্চ। আমার মনে হয়, ম্যাচের শেষে এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত।’
লর্ডসে কাল তৃতীয় দিনের খেলা দেখে থাকলে বাভুমার চোটের বিষয়টি নিশ্চয়ই জানা আছে। চা–বিরতির দুই ওভার আগে বাভুমা ৬ রানে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। মাঠেই বেশ সময় নিয়ে চিকিৎসা নেওয়ার পরও দৌড়ে রান নিতে তাঁর অসুবিধায় ভোগার ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু ১২১ বলে ৬৫ রানে অপরাজিত থেকে ঠিকই তৃতীয় দিনের খেলা শেষ করেন বাভুমা। অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নেন মার্করাম।
দুজনের ব্যাটিংয়েরই প্রশংসা চলছে ক্রিকেট মহলে। তবে বাভুমার দৃঢ়তা সবার চোখে পড়েছে আলাদা করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি হ্যান্ডল থেকে কাল যেমন লেখা হয়, ‘অধিনায়ক টেম্বা বাভুমা প্রচণ্ড ব্যথায় ভুগছেন। কিন্তু তিনি সিংহের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন।’
আরও পড়ুনস্বপ্ন পূরণ হতে ৬৯ রান দরকার, এবার কি পারবে ‘চিরকালের চোকার’ দক্ষিণ আফ্রিকা১২ ঘণ্টা আগেপ্রশ্ন হচ্ছে, কাল বাভুমাকে তো রিটায়ার্ড হার্ট দেখিয়েও ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পারত প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। কেন তা করা হয়নি, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রিন্স, ‘সে ব্যাটিং চালিয়ে যাবে কি না, (চালিয়ে গেলে) তার স্ট্রোক প্লেতে কেমন প্রভাব ফেলবে এবং এইডেনের ওপরও তা কেমন প্রভাব ফেলবে—এসব বিষয়ে আমাদের বড় সিদ্ধান্ত নিতে হয়েছে।’ প্রিন্স এরপর বলেছেন, ‘এই জুটিটাই যে চাবিকাঠি, এইডেন সে বিষয়ে অবিচল ছিল। হ্যাঁ, ত্রিস্তান (ক্রিজে) গেলে বাভুমার উইকেট তো আমাদের হাতে থাকতই, কিন্তু সেটা হতো নতুন এক জুটি। তারা ভালো বোধ করছিল এবং চালিয়ে যেতে চাইছিল।’
তৃতীয় দিনের খেলা শেষে রাতে বাভুমা কতটা ঘুমাতে পারছেন এবং তখন তাঁর শরীর কতটা পুষিয়ে নিতে পারছে, এর ওপর অনেক কিছুই নির্ভর করছে। প্রিন্স অবশ্য বলেছেন, ‘টেম্বা শক্ত চরিত্রের। তার প্রতি দারুণ সম্মানবোধ রয়েছে এইডেনের (মার্করাম)।’
তবে বাভুমার রাতের ঘুমে যে ব্যাঘাত ঘটতে পারে, সেই ইঙ্গিত কিন্তু দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। একে তো ফাইনাল ম্যাচ এবং ২৭ বছর পর প্রথম আইসিসি ট্রফি জিততে খুব অল্প রানই প্রয়োজন প্রোটিয়াদের। হাতেও আছে ৮টি উইকেট। এ অবস্থায় শরীর ও মনে উত্তেজনা ভর করাই স্বাভাবিক। এক্স হ্যান্ডলে করা পোস্টে পিটারসেন তাই লিখেছেন, ‘জয়টা খুব কাছে, তবু ঘুমটা হবে স্নায়ুর চাপ নিয়ে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এইড ন
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট