জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে আফগানিস্তানের কাবুল ছেড়ে কেনিয়ার মোম্বাসা শহরে পাড়ি জমাব। বহুদিন বাবার সঙ্গে দেখা নেই, মনে হলো মাঝে বাবার সঙ্গে একবার দেখা হওয়া দরকার। সংযুক্ত আরব আমিরাতে সেই সময় সুযোগ হলো। আমি কাবুল থেকে আর আব্বু ঢাকা থেকে দুবাইয়ে এলেন। কয়েকটা দিন দারুণ কাটল। এই কয়েক দিনের ভ্রমণ বাবা-মেয়ের পুরোনো স্মৃতিগুলোকে যেন আবার নতুন করে জাগিয়ে তুলল। আমার ভ্রমণপ্রীতির বীজটা বাবার হাতেই বোনা। তাঁর হাত ধরেই এই বিশাল জগৎকে প্রথমবার চিনেছি, নতুন কিছু জানার কৌতূহল জেগেছে।

আমার শৈশবের ধূসর ক্যানভাসে বাবা ছিলেন এক রহস্যময় জাদুকর। শাসনের কঠোরতা নয়, তাঁর স্পর্শে মিশে থাকত অপার স্নেহ আর অফুরন্ত আবদার পূরণের অদ্ভুত ক্ষমতা। ব্যস্ত জীবনের ফাঁকে, তাঁর ব্যবসার গণ্ডি পেরিয়ে আব্বু খুঁজে ফিরতেন মুক্তির স্বাদ। পথই ছিল তাঁর আসল সঙ্গী। আমাদের কাছে ডিসেম্বর মাসটা শুধু স্কুলের ছুটি ছিল না, ছিল যেন ঈদের আনন্দ। ছুটির ঘণ্টা বাজলেই শুরু হতো আমাদের মহাযাত্রা। লম্বা গাড়ির বহর নিয়ে আমরা বেরিয়ে পড়তাম; আব্বুর সঙ্গে যুক্ত হতেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও তাঁদের পরিবার-পরিজন। গাড়িগুলো যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা, ছুটে চলত দেশের কোনো এক প্রান্তে। এভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছি। সাগরের বিশালতা, চা-বাগানের সবুজ রহস্য, জাফলং-তামাবিলের পাথুরে সৌন্দর্য, সুন্দরবনের কুমিরের আদিম চাহনি বা রানি ভবানীর পুরোনো প্রাসাদ—সবকিছুই আমার ছোট্ট মনে গভীরভাবে দাগ কাটত। মনে হতো, পৃথিবীটা এক স্বপ্নপুরী, যেখানে প্রতিটি মোড়েই লুকিয়ে আছে নতুন নতুন বিস্ময়।

শৈশবে মা–বাবার সঙ্গে লেখক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ