গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ রোববার সকালে এ সংঘর্ষ হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন ও সদস্যসচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত ওই দুই কমিটিতে ত্যাগীদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এর অনুসারীরা। তারা আজ সকাল থেকেই উপজেলার বাইপাস এলাকায় অবস্থান নেন। এ সময় তারা ঘোষিত নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ দিকে জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর অনুসারীরা একই এলাকায় আনন্দ মিছিল করতে গেলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.

পারভেজ আহমেদ বলেন, ত্যাগীদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে। ওই কমিটি বাতিলের দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করা হয়। কিন্তু সেই সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর লোকজন হামলা চালিয়েছেন। এতে আমাদের দলীয় নেতাকর্মীদের আহত হয়েছেন। কিন্তু যারা বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বিএনপি করেছেন তাদের দিয়ে কমিটি করা হয়েছে। ওই কমিটি বাতিল করে আবারও কমিটি করার আহ্বান জানাই।’

উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুল ইসলাম সিকদার বলেন, ‘পদ বঞ্চিত কর্মীরা আমাদের আনন্দ মিছিলে হামলা করেছেন। এতে অনেক কর্মী আহত হয়েছেন। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই।’

জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘যাদের নতুন কমিটিতে রাখা হয়েছে তাদের ক্লিন ইমেজের। তাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই। সকালে নতুন কমিটি আনন্দ মিছিল বের করলে পদবঞ্চিতরা ওপর করে।’

কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান বলেন, থানা-পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো. নুরুল ইসলাম সিকদারকে আহ্বায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে মো. মাহমুদ সরকারকে আহ্বায়ক ও মহসিন উজ্জামানকে সদস্যসচিব করে পৌর বিএনপির ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।  

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ স ঘর ষ আহত ক আহম দ স দ দ ক সদস যসচ ব র আহ ব য ক ব এনপ র স স ঘর ষ সদস য উপজ ল

এছাড়াও পড়ুন:

৮ বছরেও শুরু হয়নি কুবির ২ বিভাগের কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ৮ বছর আগে অনুমোদন পাওয়া দুটি বিভাগ এখনো চালু হয়নি। অনুমোদন সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির কারণে বিভাগ দুটি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞান অনুষদের অধীনে ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ চালুর অনুমোদন দেওয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু হওয়ার কথা থাকলেও, তখন বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের পরে বিভাগ দুটি চালুর পরিকল্পনা করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ হয়নি।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরের জরুরি নির্দেশনা 

সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

এছাড়া, তৎকালীন অর্গানোগ্রামে ৩১টি বিভাগের মধ্যে এই দুইটি বিভাগ অন্তর্ভুক্ত ছিল না, যা পরবর্তীতে চালু করা নিয়ে জটিলতা তৈরি করে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করে এই বিষয়ে পুনরায় আলোচনা করে। ইউজিসি নির্দেশনা অনুযায়ী, নতুন অর্গানোগ্রামে বিভাগের অন্তর্ভুক্তি ও নতুন বিভাগের প্রস্তাব রাখা হয়েছে।

সে অনুযায়ি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুবির ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে পূর্বের ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ এর পরিবর্তে ‘লজিস্টিক্স ও মার্চেন্ডাইজিং বিভাগ’ এবং ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’-এর পরিবর্তে ‘পরিবেশ বিজ্ঞান বিভাগ’ নামে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এছাড়াও অর্গানোগ্রামে নতুন আরও ১৮টি বিভাগের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

তৎকালীন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রস্তাবক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “২০১৭ সালে অনুমোদন থাকলেও জায়গা সংকটের কারণে বিভাগ চালু করা সম্ভব হয়নি। পরে প্রশাসন পাল্টালেও কেউ উদ্যোগ নেয়নি।”

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অর্গানোগ্রামে অন্তর্ভুক্তি মানে এখনই চালু হবে না। অনুমোদন থাকলেও তৎকালীন সময়ে চালু করা সম্ভব হয়নি। এখন ইউজিসি নির্দেশনায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তৎকালীন প্রশাসন বলতে পারবে কেন বিভাগ চালু হয়নি। আমরা সবার সঙ্গে আলোচনা মাধ্যমে নতুন করে উদ্যোগ নিয়েছি। আগামী ২ বছরের মধ্যে আশা করি বিভাগ চালু করা সম্ভব হবে, তখন নতুন ক্যাম্পাসও প্রস্তুত থাকবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ