দুই হাতে বোলিং করা আরও এক স্পিনার শ্রীলঙ্কা দলে, কে এই বোলার
Published: 16th, June 2025 GMT
বয়স ২৯ বছর ৫৯ দিন। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে খেলছেন ১০ বছর ধরে। ২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত এই স্পিনারের প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট আছে ৩৩৭।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পাওয়া এই থারিন্দু রত্নায়েকে নিয়ে আলোচনার কারণ বয়স, ম্যাচ বা উইকেট সংখ্যা নয়। শ্রীলঙ্কা দলের এই নতুন খেলোয়াড় দুই হাতেই বোলিং করতে পারেন। থারিন্দুকে নিয়ে শ্রীলঙ্কা দলে দুই হাতের বোলার এখন দুজন, আগে থেকেই আছেন কামিন্দু মেন্ডিস।
থারিন্দু কামিন্দুর মতোই ডানহাতি অফ ব্রেক ও বাঁহাতি অর্থোডক্স বোলিং করতে পারেন, তবে একটা পার্থক্যও আছে। কামিন্দু মূলত ব্যাটিং অলরাউন্ডার আর থারিন্দু বোলিং অলরাউন্ডার। কামিন্দুর ১২ টেস্ট খেলে মাত্র ৩ উইকেট নেওয়াই প্রমাণ করে বোলিংটা তাঁর দ্বিতীয় শক্তি। বোলিং করার ধরনে মিল থাকলেও দুজনের কাজটা তাই আলাদা। থারিন্দুর ব্যাটিংটাও ফেলে দেওয়ার মতো নয়। ৭৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই স্পিনারের আছে ৯টি ফিফটি, গড় ২১.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম শ র ণ র
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক