চাঁদাবাজির অভিযোগে দোকান বন্ধ, সড়ক অবরোধ
Published: 16th, June 2025 GMT
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন অন্য ব্যবসায়ীরা। এ সময় বন্দরের দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বরিশাল-ঢাকা মহাসড়কও অবরোধ করেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
বন্দরের চাল-মুদির আড়তদার কালাচান মণ্ডলের অভিযোগ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস সিকদার রেজাউল করিম তাঁর কাছে কিছুদিন আগে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। রোববার ওই টাকার জন্য এক সহযোগীকে পাঠান তিনি। সোমবার বেলা ১১টার দিকে রেজাউল কয়েকজনকে নিয়ে ওই টাকা দাবি করেন। না দিলে মারধরের হুমকি দেন।
এ সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রেখে বণিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদাবাজির প্রতিবাদে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল নিয়ে তারা টরকী বাসস্ট্যান্ডে পৌঁছে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন সিকদার রেজাউল করিম। তাঁর ভাষ্য, কালাচান মণ্ডলের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার ঝুরগাঁও গ্রামে। সেখানে একটি জমি নিয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও কালাচান ১৫-১৬ দিন আগে মীমাংসার জন্য তাঁর (রেজাউল) কাছে আসেন। রেজাউল দাবি করেন, ‘আমি (বিরোধ) মীমাংসা করে দেই। ইতোমধ্যে সে (কালাচান) ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পাওনা টাকার কিছু ফেরত দিয়েছেন। বাকি টাকার জন্য লোক পাঠালে তিনি টালবাহানা করেন। আজ (সোমবার) সকালে আমি টাকা চাইতে গেলে চাঁদাবাজির অপবাদ দেন।’
গৌরনদী মডেল থানার ওসি মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: র জ উল ক অবর ধ ব যবস
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫