রাজধানীতে সকাল থেকে থেমে-থেমে বৃষ্টি
Published: 18th, June 2025 GMT
সকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে রাজধানী। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (১৮ জুন) সকাল ৬টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির ফলে সড়কে দেখা দিয়েছে গাড়ির সংকট। ফলে ছাতা ভেজা কাপড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে লোকজনকে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির ফলে বিভিন্ন সড়কে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। অফিস সময়ে বৃষ্টির কারণে বাস-সিএনজির সংকট ছিল ব্যাপক। অনেকেই উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন।
বিমানবন্দর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ এক যাত্রী জানান, বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু বাসের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি। আবার সব বাসই যাত্রী বোঝাই হয়ে আসছে। ফলে বাসস্ট্যান্ডে বেশি বাস থামছে না। সিএনজিও পাওয়া যাচ্ছে না।
ধানমন্ডি থেকে শাহবাগগামী আরিফ নামে এক ব্যক্তি বলেন, সকালে বাস, সিএনজি, রিকশা কিছুই না পেয়ে হেঁটে অফিসে এসেছি। রাজধানীতে বৃষ্টির অপর নাম দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে।
গাজীপুর থেকে মতিঝিলগামী এক বাসের চালক বলেন, বৃষ্টি হলেই সরকে পানি জমে যায়। ফলে চালকদের ধীরে ধীরে গাড়ি চালাতে হয়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। আর যানজট হলেই গাড়ির সংকট দেখা দেয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম