রাজধানীতে সকাল থেকে থেমে-থেমে বৃষ্টি
Published: 18th, June 2025 GMT
সকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে রাজধানী। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (১৮ জুন) সকাল ৬টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির ফলে সড়কে দেখা দিয়েছে গাড়ির সংকট। ফলে ছাতা ভেজা কাপড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে লোকজনকে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির ফলে বিভিন্ন সড়কে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। অফিস সময়ে বৃষ্টির কারণে বাস-সিএনজির সংকট ছিল ব্যাপক। অনেকেই উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন।
বিমানবন্দর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ এক যাত্রী জানান, বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু বাসের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি। আবার সব বাসই যাত্রী বোঝাই হয়ে আসছে। ফলে বাসস্ট্যান্ডে বেশি বাস থামছে না। সিএনজিও পাওয়া যাচ্ছে না।
ধানমন্ডি থেকে শাহবাগগামী আরিফ নামে এক ব্যক্তি বলেন, সকালে বাস, সিএনজি, রিকশা কিছুই না পেয়ে হেঁটে অফিসে এসেছি। রাজধানীতে বৃষ্টির অপর নাম দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে।
গাজীপুর থেকে মতিঝিলগামী এক বাসের চালক বলেন, বৃষ্টি হলেই সরকে পানি জমে যায়। ফলে চালকদের ধীরে ধীরে গাড়ি চালাতে হয়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। আর যানজট হলেই গাড়ির সংকট দেখা দেয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট