স্বরূপকাঠীতে বাড়িতে হামলা চালিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি অভিযোগ, মামলা দায়ের
Published: 18th, June 2025 GMT
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বসতবাড়িতে হামলা চালিয়ে কানিজ ফাতেমা নামে এক গৃহবধূর শ্লীলতাহানি এবং তার সন্তানদের পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার নেছারাবাদ থানায় ভুক্তভোগী কানিজ ফাতেমা বাদী হয়ে ১২ জনের নামে একটি মামলা করেছেন। মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, ‘১১ জুন রাত সাড়ে ৮টার দিকে নেছারাবাদ উপজেলার ওয়ারেখা ইউনিয়নের পাটকেল বাড়ি গ্রামের আদম আলী সিকদারের বাড়িতে একই গ্রামের সেকেন্দার মৃধার ছেলে রাজিব মৃধা (৩২), ব্যাসকাঠী গ্রামের তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (৩২) ও সাকিল হাওলাদারের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক হামলা করে। এ সময় বাদী কানিজ ফাতেমা ঘর থেকে বের হলে আসামি রাজিব মৃধা ও রাজু হাওলাদার তাকে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে। তাকে রক্ষা করতে ছেলে তাছিন খান (১৪), আবদুল্লাহ আল সম্রাট (২৪) ও হাবিবুর রহমান স্মরণ (২৬) এগিয়ে এলে তাদের পিটিয়ে জখম করা হয়। পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।’
অভিযোগে আরও বলা হয়, এই ঘটনার আগেও শত্রুতার জের ধরে কানিজ ফাতেমা, তাছিন খান ও আবদুল্লাহ আল সম্রাটকে উপজেলার রাজবাড়ি বাজারে গালিগালাজ ও মারধর করেন রাজু হাওলাদার।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম