রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে জাবি আলোনসোর শুরুটা প্রত্যাশামতো হলো না। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে কাল রাতে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। জয়ের সুযোগ কিন্তু পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। শেষ দিকে ফেদেরিকো ভালভের্দে পেনাল্টি মিস করায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় রিয়াল আলোনসোর দলকে।

জ্বরে ভোগায় এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়ালকে ভালোই ভুগতে হয়েছে আল হিলালের বিপক্ষে। নতুন কোচ আলোনসো পয়েন্ট ভাগাভাগি শেষে বলেছেন, ‘কিছু বিষয় ঠিক করতে হবে।’ তবে পুরো পয়েন্ট তুলে নিতে না পারার হতাশা নিশ্চয়ই পোড়াবে আলোনসোকে।

ফুটবলের তথ্য–উপাত্তভিত্তিক এক্স হ্যান্ডল ‘মিস্টারচিপ’ জানিয়েছে, নিজেদের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে ৯০ মিনিটের মধ্যে এশিয়ান প্রতিপক্ষকে হারাতে ব্যর্থ হলো রিয়াল। এর আগে ২০১৬ ক্লাব বিশ্বকাপের ফাইনালে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে জিতেছে রিয়াল।

ঠিক করার সুযোগটা অবশ্য আলোনসো এখনো পাননি। ৯ জুন প্রথমবার তাঁর অধীনে দলীয় অনুশীলন করে দলটি। এরপরই যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট খেলতে যায় রিয়াল। আল হিলালের কোচ হিসেবে এটা সিমোন ইনজাগিরও ছিল প্রথম ম্যাচ। আলোনসোর শুরুটা প্রত্যাশামতো না হলেও ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আটকে দিয়ে আল হিলাল অধ্যায়টা ভালোই শুরু করলেন ইনজাগি।

পয়েন্ট ভাগ করে সন্তুষ্টির কথা জানিয়েছেন ইনজাগি, ‘আমার দলের জন্য এটা ছিল দারুণ একটি ম্যাচ। তারা খুব ভালো খেলেছে। আমরা দল হিসেবে খেলেছি। সবাই মিলে একসঙ্গে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়েছি, এই দলটিকে আমি বিশ্বের সেরা তিনটি দলের একটি বলে মনে করি। আমি খুবই সন্তুষ্ট।’

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আল-হিলাল। ১৯তম মিনিটে আল হিলালের সালেম আল-দাওসারির ভলি থেকে ফিরতি বলে মারকোস লিওনার্দোর শট অল্পের জন্য বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পর রেনান লোডির গোল অফসাইডের কারণে বাতিল হয়। ডান দিক থেকে আল-দাওসারি বেশ কয়েকবার একা ঢুকেছেন বক্সে, তাঁর একটি শটটি পোস্টের কাছ ঘেঁষে গেছে।

প্রথম গোলটি অবশ্য রিয়ালই করেছে। আক্রমণভাগে এমবাপ্পের জায়গায় সুযোগ পাওয়া স্প্যানিশ ফরোয়ার্ড গনজালো গার্সিয়া গোল করেন ৩৪ মিনিটে। প্রতি আক্রমণে উঠে রদ্রিগোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন গার্সিয়া।

বিরতির ঠিক ৪ মিনিট আগে সমতায় ফেরে আল-হিলাল। রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও বক্সে আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মারকোস লিওনার্দোকে টেনে ফেলে দেন, রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে পর্তুগিজ তারকা রুবেন নেভেস গোল করেন।

প্রথমার্ধে গোল পেলেও রিয়াল পরের অর্ধে নিজেদের সেরা ফুটবল খেলেছে। ভাগ্য সহায় হলে রিয়াল এগিয়ে যেত পারত কয়েকবার। ৮৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোলটি করতে পারলেও জয় দিয়ে শুরু হতো আলোনসোর। তবে ভালভার্দের পেনাল্টি দারুণভাবে ঠেকিয়ে দেন আল হিলাল গোলকিপার ইয়াসিন বুনু।

ড্রয়ের পর রিয়াল কোচ আলোনসো বলেছেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি। প্রথমার্ধে আমাদের অনেক কিছুর অভাব ছিল, আমরা ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। ম্যাচে যেভাবে ফিরেছি তা আমার ভালো লেগেছে। আমরা খেলার ছন্দ বদলাতে পেরেছি, নিয়ন্ত্রণ নিতে পেরেছি এবং প্রতিপক্ষের অর্ধে বেশি খেলতে পেরেছি।’

আলোনসো দল নিয়ে প্রস্তুতির ঘাটতির কথাও বললেন, ‘আমি জানতাম সময় লাগবে। কিছু জিনিস আমাদের বদলাতে হবে। সেগুলো ঠিক করতেই হবে, এবং আমরা সেই চেষ্টা করে যাব। সবকিছুর জন্য সময় দরকার। আমাদের হাতে ছিল মাত্র নয় দিন, কিছু খেলোয়াড় তো মাত্র তিনবার অনুশীলন করতে পেরেছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল হ ল ল র প রথম

এছাড়াও পড়ুন:

কুবিতে শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের এক দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। 

রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তালাবদ্ধ করে শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তালাবদ্ধ ছিল প্রশাসনিক ভবন।

এ সময় শিক্ষার্থীরা ‘অথর্ব প্রশাসন, ধিক্কার ধিক্কার’, ‘অক্ষম প্রশাসন, ধিক্কার ধিক্কার’, ‘পারলে শিক্ষক নিয়োগ দেন, নইলে গদি ছাইড়া দেন’, ‘নো টিচার, নো ক্লাস’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরো পড়ুন:

চবি শিক্ষার্থীদের প্রত্যাশায় ছাত্র সংসদ

ছাত্রী হলের সান্ধ্য আইন নিয়ে প্রচারিত সংবাদ ভিত্তিহীন: চবি প্রক্টর

এ সময় ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, “আমরা গত ২১ জুলাই প্রশাসনিক ভবন তালা দিতে এসেছিলাম। তখন প্রশাসন আমাদের থেকে কিছু সময় চেয়ে নেয়। তারপর প্রশাসন ইউজিসির সঙ্গে আলোচনা করে আমাদের এসে জানায়, ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু বৃহস্পতিবারের আমরা যোগাযোগ করলে প্রশাসন জানায়, ইউজিসি থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।”

তিনি বলেন, “প্রশাসন আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছে না। যতক্ষণ আমাদের মৌলিক অধিকার নিশ্চিতে শিক্ষক নিয়োগ না হচ্ছে, ততক্ষণ আমরা প্রশাসন ভবন তালাবদ্ধ রেখে এখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।”

২০২১-২২ শিক্ষাবর্ষের জেরিন আক্তার বিউটি বলেন, “আমরা কয়েকমাস ধরে শিক্ষক সংকটে ভুগছি। মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে বিভাগ চলছে। বিষয়টি আমরা ডিন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম। তারা আমাদের গত ৩০ জুলাই পর্যন্ত সময় দিয়ে বলেছিল, এর মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু এখনো আশানুরূপ কোনো সিদ্ধান্ত আসেনি। সেজন্য আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তালা ঝুলিয়েছি।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “ইউজিসিকে বারবার চিঠি দেওয়ার পরও আমাদের কোনো পদ দেননি। আমরা তো আর পদ সৃষ্টি করতে পারব না। এইমাত্র একটি চিঠি এসেছে ইউজিসি থেকে, সেখানে উল্লেখ করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে আগামী ৬ আগস্ট মিটিং আছে।”

গত ২১ জুলাই বিভাগটির শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে এলে প্রশাসন ইউজিসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে নেয়। আলোচনা পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এসে গত বৃহস্পতিবারের মধ্যে ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে মর্মে আশ্বস্ত করেন। তবে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত না এলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রশাসনিক ভবনে তালা ঝুলাবেন বলে জানান শিক্ষার্থীরা।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ