সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে বিপিসির শোক
Published: 21st, June 2025 GMT
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান মামুন রেজার অকাল মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই (বিপিসি) গভীর শোক প্রকাশ করেছে।
এক শোক বার্তায় প্রেসক্লাব ইউএই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
মামুন রেজা ২০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরো পড়ুন:
সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার আসামির ২০ বছর পর আত্মসমর্পণ
এলজিআরডি উপদেষ্টা
বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণ করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকার
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র মামুনুর রশীদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন এক যৌথ বিবৃতিতে মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, মামুন রেজার চলে যাওয়া শুধু খুলনা নয়, বাংলাদেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আদর্শ ও পেশাদারিত্ব আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মামুন রেজা খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আরব-মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার আহ্বান
কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার পর সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসেন। সম্মেলন শেষে তাঁরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।
আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এই যৌথ বৈঠকে প্রায় ৬০টি দেশ অংশ নেয়। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল।
হামাস জানিয়েছে, হামলায় তাদের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ কোনো নেতা নিহত হননি। এই হামলার প্রতিক্রিয়ায় সোমবার জরুরি সম্মেলনটির আহ্বান করেছিল কাতার।
সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে (বৈঠকে অংশগ্রহণকারী) সব দেশের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’ এসব কার্যক্রম হতে পারে, ‘ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা।’
কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনসহ জর্ডান, মিসর এবং মরক্কো এরই মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশও গতকালের সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু এর মধ্যে ইউএই, বাহরাইন এবং মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি।
যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি (বাঁয়ে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে, ১৫ সেপ্টেম্বর ২০২৫