সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে বিপিসির শোক
Published: 21st, June 2025 GMT
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান মামুন রেজার অকাল মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই (বিপিসি) গভীর শোক প্রকাশ করেছে।
এক শোক বার্তায় প্রেসক্লাব ইউএই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
মামুন রেজা ২০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরো পড়ুন:
সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার আসামির ২০ বছর পর আত্মসমর্পণ
এলজিআরডি উপদেষ্টা
বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণ করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকার
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র মামুনুর রশীদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন এক যৌথ বিবৃতিতে মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, মামুন রেজার চলে যাওয়া শুধু খুলনা নয়, বাংলাদেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আদর্শ ও পেশাদারিত্ব আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মামুন রেজা খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট