মাদ্রাসায় যাচ্ছিল শাপলা আক্তার (১৪)। সঙ্গী ছিল ভাতিজা আবিরও (৬)। ব্রহ্মপুত্র পাড়ি দেওয়ার সময় ডুবে যায় তাদের বহনকারী নৌকাটি। অন্য ছয় যাত্রী সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় শাপলা ও আবির। তাদের সঙ্গেই মারা যায় জুবায়ের (৭) নামের আরেক মাদ্রাসাছাত্র।
মঙ্গলবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সীমান্তে বাঁশিয়া পুডিরঘাট এলাকায় ঘটে দুর্ঘটনাটি। সেদিনই শাপলার লাশ উদ্ধার করা হয়। তবে দিনভর তল্লাশি চালিয়েও দুই শিশুর মরদেহের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসী। গতকাল বুধবার সকাল ৭টার দিকে ঘটনাস্থলের অদূরে গফরগাঁওয়ের টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ভেসে ওঠে আবির ও জুবায়েরের লাশ।
এদের মধ্যে শাপলা আক্তার পাকুন্দিয়া উপজেলার চরআলগি গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। সে ময়মনসিংহের পাগলা থানাধীন বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত। আবির তার ভাই হাবিবুর রহমানের ছেলে। আর জুবায়ের একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তারাও একই মাদ্রাসার ছাত্র। বোন ও ছেলের মৃত্যুতে হাবিবুর যেন ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি একসঙ্গে সন্তান আর বোনহারা হয়ে গেছি, এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। বাড়ির কেউ মুখে খাবার পর্যন্ত তুলতে পারছে না, কেবলই কান্নার রোল।’
পাকুন্দিয়ার ইউএনও বিল্লাল হোসেন জানিয়েছেন, প্রতি পরিবারকে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনও কিছু আর্থিক সহায়তা দিয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈশ্বরগঞ্জে কমিটি গঠন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুহৃদ সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুহৃদ সদস্যদের সম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটির আহ্বায়ক পদে মুহাম্মদ আব্দুল হান্নানকে নির্বাচিত করা হয়। সদস্য সচিব করা হয় আমজাদ হোসেন সোহেলকে। এ ছাড়া ১০ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টারা হলেন– ফেরদৌস কোরাইশী টিটু, আব্দুল আউয়াল, আতাউর রহমান, ফারুক ইফতেখার, রুহুল আমিন, এএসএম সারোয়ার জাহান, মোশাররফ হোসেন, মুহাম্মদ আল-আমিন, সাদ্দাম হোসেন এবং মশিউর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন– আমিনুল ইসলাম, বিলকিস জাহান, আলমগীর হোসেন, সাবিবুর হাসান, আব্দুল্লাহ আল মামুন, আরিফ আল মামুন, পারভেজ মিয়া, তানজিলা, মাসুম আহমেদ, সোয়াদ নাবিল, জিল্লুর রহমান সোহাগ, নাঈম বাশার, জসিম, মনির উদ্দিন, ঋত্বিক ভৌমিক, সুমন মিয়া, রাব্বি আহমেদ, উবায়দুল্লাহ এবং সারুক। কমিটি গঠন শেষে এক আলোচনা সভায় সুহৃদের কার্যক্রম তুলে ধরা হয়। নবগঠিত কমিটি আগামী তিন মাসে বিভিন্ন ধরনের কর্মসূচির পরিকল্পনা এবং তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। v
সমন্বয়ক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)