নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি গরু সোনারগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ।  এ সময় চুরির ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলো- মো. সোহান (২০), মো. শুভ (২০) ও সৈকত (২৪)। 

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম। এরআগে গত ১ জুলাই রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জপুল মুজিব মার্কেটের নিচতলায় মনু গোস্ত বিতান নামের দোকানের সামনে থেকে গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক মো.

আল আমীন (৩৫) ২ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এস.আই) মো. জাকিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্য পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জপুল এলাকা অভিযান পরিচালনা করে  তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক সোনারগাঁ থানার গাংগুল কান্দি এলাকার মোহাম্মদ আলীর বাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিদ্ধিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, চুরির সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও গরুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আসামিদেরকে আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গর র হ ট স দ ধ রগঞ জ কর মকর ত

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?

দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’

প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।

আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’

তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’

মুশফিকুর রহিম

সম্পর্কিত নিবন্ধ