কয়রায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি, নেতৃত্বে আপন ভাই
Published: 7th, July 2025 GMT
খুলনার কয়রা উপজেলায় জামায়াতে ইসলামীর এক কেন্দ্রীয় নেতার সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতা ইউপি চেয়ারম্যানের বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের অপসারণের দাবি তুলেছে বিএনপি।
গতকাল রোববার বিকেলে মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কয়রা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
স্থানীয় রাজনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত ২৯ জুন। সেদিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ মহারাজপুর ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন। ওই সভায় চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদকে তাঁর পাশেই দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকে, শুরু হয় আলোচনা-সমালোচনা।
ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকার ছিল, রাজনৈতিক ভাষায় সেটি ফ্যাসিস্ট সরকার ছিল। তাদের পতনে জামায়াতের সবচেয়ে বড় ভূমিকা ছিল। .
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ব এনপ আওয় ম উপজ ল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম