খুলনার কয়রা উপজেলায় জামায়াতে ইসলামীর এক কেন্দ্রীয় নেতার সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতা ইউপি চেয়ারম্যানের বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের অপসারণের দাবি তুলেছে বিএনপি।

গতকাল রোববার বিকেলে মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কয়রা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

স্থানীয় রাজনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত ২৯ জুন। সেদিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ মহারাজপুর ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন। ওই সভায় চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদকে তাঁর পাশেই দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকে, শুরু হয় আলোচনা-সমালোচনা।

ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকার ছিল, রাজনৈতিক ভাষায় সেটি ফ্যাসিস্ট সরকার ছিল। তাদের পতনে জামায়াতের সবচেয়ে বড় ভূমিকা ছিল। .

..অনেক রাজনৈতিক দল বলে, প্রস্রাব করে দিলে ভেসে যাবে, তবে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের লন্ডন সফর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়েও মন্তব্য করেন।

বিক্ষোভের মঞ্চে নেতৃত্বে থাকাদের একজন আওয়ামী লীগের নেতা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদের আপন ভাই মনিরুজ্জামান। তিনি খুলনা জেলা বিএনপির সদস্য ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ব এনপ আওয় ম উপজ ল

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ