রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে ইট-পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এর মধ্যে গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনের ৫ দিন ও তারেক রহমান রবিনের ২ দিন রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। শুক্রবার আদালতে কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তানভীর এ তথ্য জানান।

তিনি বলেন, ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র মামলা। এর মধ্যে হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনকে ৫ দিন এবং তারেক রহমান রবিনকে অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো.

সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করতেন। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

মাদক সম্রাট ব্লাক জনীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা  

বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আসন্ন নির্বাচনে রাষ্ট্রিয় বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ততা থাকার অপরাধে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মতিউর রহমান ওরফে ব্লাক জনী  মনোনয়পত্র বাতিল ঘোষনা করেছে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তথা উল্লেখিত আসন্ন নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উল্লেখিত স্কুলে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ওই মনোনয়ন পত্রটি বাতিল ঘোষনা করেন।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচনের আর মাত্র ১৫ দিন বাকী।

এর মধ্যে পুরুষ অভিভাবক প্রতিনিধি  ও মহিলা অভিভাবক প্রতিনিধি প্রাথীরা  গত সোমবার (১৩ অক্টোবর)  উল্লেখিত প্রতিষ্ঠান থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে গত বুধবার (১৫ অক্টোবর) ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র  জমা দেন।

অভিভাবক প্রতিনিধি পুরুষ পদে ৫ জন  প্রার্থীরা হলো  রমিজ মিয়া, রোমান, সাইফুদ্দিন, আল মামুন ও  মাদক সম্রাট মতিউর রহমান জনী। মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে  ঝুমুর বেগম মনোনয়ন পত্র জমাদেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। ৫ জন প্রার্থী মধ্যে বন্দর থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মতিউর রহমান ওরফে ব্লাক জনী রাষ্ট্রিয় বিরোধী কর্মকান্ডে সক্রিয় থাকার অপরাধে  ১৬ অনুচ্ছেদ জ ধরায় মনোনয়ন পত্র বাতিল করা হয়।

আগামী ১৯ অক্টোবর বিকেল ৪টায় মনোনয়ন পত্র প্রত্যাহার ও আগামী শনিবার (৩১ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এলাকাবাসী জানিয়েছে , বন্দর থানার সুচিয়ারবন এলাকার আমানউল্ল্যাহ মিয়ার ছেলে তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি মতিউর রহমান জনী ওরফে ব্লাক জনী দীর্ঘ দিন ধরে কলাগাছিয়া, সুচিয়ারবন, মহনপুরসহ বিভিন্ন এলাকায় মাদকের হাট গড়ে তুলেছে।

তার সাথে রয়েছে বিশাল মাদক সেবী চক্রসহ সন্ত্রাসী বাহিনী। শিক্ষা প্রতিষ্ঠানে তালিকাভূক্ত মাদক সম্রাট ব্লাক জনী প্রার্থী হওয়ার খবরে সচেতন মহলসহ উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক মহলের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটে।

সম্পর্কিত নিবন্ধ