আবদুস সাত্তারের ঘর ছিল, বাড়ি ছিল। স্ত্রী-সন্তানদের নিয়ে নিজস্ব জায়গায় বসবাস করতেন। বাঙালী নদীর ভাঙনে তাঁর বাড়ি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। নিজস্ব বসতবাড়ি হারিয়ে তিনি এখন দিশাহারা হয়ে পড়েছেন।

আবদুস সাত্তারের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ঘাশুড়িয়া গ্রামে। গ্রামটির উত্তর পাশে প্রবহমান বাঙালী নদী।

শুধু আবদুস সাত্তারই নন; আবদুস সালাম, ময়নাল প্রামাণিক, সুরমান প্রামাণিক, জাহিদুল ইসলামসহ আরও পাঁচজনের বাড়িও অন্তত এক মাস আগে নদীতে বিলীন হয়েছে। তাঁরা সবাই দিনমজুরি করে সংসার চালাতেন।

ভাঙনে ক্ষতিগ্রস্ত আবদুস সাত্তার বলেন, ‘নদী যখন খনন করে, তখনই আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিছিলাম। তারা আমাগারে কথার গুরুত্ব দেয় নাই। এখন আমাগারে বাড়িঘর নদীর মধ্যে চলে গেছে। তাড়াতাড়ি এর সমাধান না করলি গ্রামের অনেকের জমি, বাড়ি নদীর মধ্যে যাইব।’ ভাঙনে আরেক ক্ষতিগ্রস্ত দিনমজুর আবদুস সালাম প্রশাসনের কাছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নদীর মধ্যে বিলীন হয়েছে আবদুস সাত্তারের জমি ও বাড়ি। তার ঘরের একাংশের সামনে দাঁড়িয়ে বিলিন হওয়া জায়গা দেখাচ্ছেন তিনি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ স স ত ত র

এছাড়াও পড়ুন:

সিলকো ফার্মার প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৫.৮৮ শতাংশ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৫.৮৮ শতাংশ।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৩০ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ সমাপ্ত সময়ে প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৭ টাকা। সে হিসাবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০১ টাকা বা ৫.৮৮ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.২৪ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.১৮ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ