ফুটবলে টাইব্রেকার মানে অনেকটাই গোলকিপারের খেলা। যে গোলকিপার প্রতিপক্ষের শট আটকাতে পারেন, এগিয়ে থাকে তাঁর দলই। সেটিই হলো আজ ইস্পাহানি-প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের ঢাকা অঞ্চলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিপক্ষে টাইব্রেকারে গোলকিপার জয় চক্রবর্তীর দু-দুটি সেভ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে এনে দিয়েছে ৪-২ গোলের জয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয় দুই দলই এই প্রথম খেলছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে। প্রথম ম্যাচ হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। অন্যদিকে জয় দিয়ে শুরু করে টুর্নামেন্টের টিকে থাকল সোনারগাঁও বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনদল নিয়ে এসে ৭ গোলে জিতলেন ক্রিকেটার জাভেদ ওমর১৫ ঘণ্টা আগে

৩৫ মিনিটে ম্যাচের প্রথম গোল করে সোনারগাঁও, পেনাল্টিতে গোল করেন নাজিম উদ্দিন। ৪৫ মিনিটে সেই গোল শোধ করেন রাহাত খান। টুর্নামেন্ট নকআউটভিত্তিক হওয়ায় এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সোনারগাঁওকে জেতানো জয় চক্রবর্তীই

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সোনারগাঁওকে জেতানো গোলরক্ষক জয় চক্রবর্তী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন রগ প রথম

এছাড়াও পড়ুন:

এক আর্জেন্টাইনের হ্যাটট্রিকে মেসিদের বড় জয়, প্রথমবার কাপ ফাইনালে ইন্টার মায়ামি

ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। আজ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির দল।

যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে ৩০টি দল ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সে ভাগ হয়ে খেলে। দুই অংশের চ্যাম্পিয়নরা খেলে এমএলএস কাপ ফাইনাল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত মায়ামি এর আগে তিনবার প্লে-অফে খেললেও কনফারেন্স সেমিফাইনালে উঠতে পারেনি। এবার সেমি ও ফাইনাল জিতে নাম লিখিয়েছে কাপ ফাইনালেই।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের কনফারেন্স ফাইনালে মায়ামি জিতেছে তাদেও আলেন্দের নৈপুণ্যে। ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন হ্যাটট্রিক করেছেন। একটি গোল করেছেন আরেক আর্জেন্টাইন মাতেও সিলভেত্তি। অন্য গোলটি তালেসকো সেগোভিয়ার। মেসি তাঁর রোজারিওর ছেলে সিলভেত্তির গোলে অ্যাসিস্ট করেছেন।

আর্জেন্টাইনময় ম্যাচটিতে আলেন্দে মায়ামিকে এগিয়ে দেন ১৪তম মিনিটে। এই গোলে অ্যাসিস্ট ছিল আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের। ২৪তম মিনিটে আলেন্দে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন হেডে, তাঁকে বক্সে দুর্দান্ত এক ক্রস দেন জর্দি আলবা। ম্যাচের ৩৭ মিনিটে নিউইয়র্ক সিটির জাস্টিন হাক এক গোল শোধ করে দিলে মায়ামি বিরতিতে যায় ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।

৬৭তম মিনিটে মেসি বক্সের মধ্যে ঘেরাওয়ে পড়লে বল বাড়ান ফাঁকায় থাকা সিলভেত্তির দিকে। ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বল জালে জালে পাঠাতে ভুল করেননি। মায়ামি জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত হয় ৮৩তম মিনিটে।

এ সময় বক্সের ভেতর আলবার ব্যাক পাস পেয়ে সেগোভিয়া গোল করে ব্যবধান ৪-১ করে ফেলেন। ম্যাচের ৮৯তম মিনিটে ইয়ানিক ব্রাইটের সহায়তায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলেন্দে। মায়ামি মাঠ ছাড়ে ৫-১ গোলের বড় জয় নিয়ে।

আগামী ৬ ডিসেম্বর এমএলএস কাপ ফাইনালে মায়ামি খেলবে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান ডিয়েগো ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।

সম্পর্কিত নিবন্ধ

  • সাগরে নতুন ৬৫ প্রজাতির মাছের সন্ধান
  • শিশুদের টাইফয়েড টিকার স্বাস্থ্যঝুঁকি আছে কি? 
  • প্রথমবার তৈরি হলো বিকেএসপির থিম সং, মডেল হলেন মুশফিকুর রহিম, লিটন, ঋতুপর্ণারা
  • ইতিহাস গড়ে প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মায়ামি
  • প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে গেলেন পোপ লিও
  • এক আর্জেন্টাইনের হ্যাটট্রিকে মেসিদের বড় জয়, প্রথমবার কাপ ফাইনালে ইন্টার মায়ামি
  • প্রথমবারের মতো দেশে আলু উৎসব হবে ডিসেম্বরে
  • পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন, কোন দেশে কত