বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ফ্যাকাল্টিতে ডিন নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫।

চাকরির বিবরণ

পদের নাম: ডিন, স্কুল অব ফার্মেসি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ফার্মেসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সে পিএইচডি ডিগ্রি। অন্তত ১২ বছরের একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে পাঁচ বছর সহযোগী ডিন/ডিন বা সমমানের পদে।

আবেদনের নিয়ম

আবেদনকারীকে কভার লেটার, সিভি ও তিনজন পেশাগত রেফারেন্সের তথ্যসহ আবেদন পাঠাতে হবে [email protected] এই মেইলে।

আবেদনের বিস্তারিত পাওয়া যাবে এই ঠিকানায় career.

bracu.ac.bd

আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির৪ ঘণ্টা আগেবেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ তারিখ

১৭ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুনসরকারি মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘স্কুলে এসে দেখছি পরীক্ষা স্থগিত’

‘আজ গণিত পরীক্ষা ছিল, তবে হবে না—এটা জানতাম না। এসে দেখি, পরীক্ষা হচ্ছে না।’ আজ সোমবার সকালে খুলনা জিলা স্কুলের সামনে কথাগুলো বলছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী সরফুদ্দিন আয়ান। তার মতো খুলনার কয়েকটি সরকারি মাধ্যমিক স্কুলের আরও অনেক শিক্ষার্থী একই সমস্যা পড়েছে। তারা বিদ্যালয়ে যাওয়ার পর শিক্ষকদের কর্মবিরতির খবর পেয়েছে। ফলে বার্ষিক পরীক্ষায় না বসে তাদের বাড়ি ফিরতে হয়েছে।

সহকারী শিক্ষক পদটিকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে খুলনাসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এ কারণে বিদ্যালয়গুলোতে আজ সোমবার থেকে পরীক্ষা বন্ধ আছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে চলমান এ কর্মসূচি সম্পর্কে অনেক শিক্ষার্থী আগে থেকে জানতে না পারায় বিদ্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে। এর আগে ২৪ নভেম্বর থেকে এসব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়।

আরও পড়ুনসরকারি মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা২ ঘণ্টা আগে

আজ সকালে খুলনা জিলা স্কুলের ভেতর নোটিশ বোর্ডে বারবার চোখ বুলিয়ে যাচ্ছিল ইরফান রাইয়ান নামের আরেক শিক্ষার্থী। জানতে চাইলে সে বলে, ‘এখনো পরীক্ষার বিষয়ে কিছু জানি না। কোথাও লেখা আছে কি না তাই দেখছি। বাসায় ইন্টারনেটের লাইন নেই। তাই দেখতে পারিনি।’

সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজীম ইসলাম আরা জানায়, ‘শুনেছিলাম পরীক্ষা হবে না। তবে শিওর হতে আসলাম। কনফিউশনে ছিলাম। স্যারেরা বলছেন, এই পরীক্ষা কবে হবে, তা নোটিশ দিয়ে জানিয়ে দেবেন।’

এক শিক্ষার্থীকে পরীক্ষা স্থগিতের তথ্য জানাচ্ছেন শিক্ষক। আজ সকালে খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে

সম্পর্কিত নিবন্ধ