‘আজ গণিত পরীক্ষা ছিল, তবে হবে না—এটা জানতাম না। এসে দেখি, পরীক্ষা হচ্ছে না।’ আজ সোমবার সকালে খুলনা জিলা স্কুলের সামনে কথাগুলো বলছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী সরফুদ্দিন আয়ান। তার মতো খুলনার কয়েকটি সরকারি মাধ্যমিক স্কুলের আরও অনেক শিক্ষার্থী একই সমস্যা পড়েছে। তারা বিদ্যালয়ে যাওয়ার পর শিক্ষকদের কর্মবিরতির খবর পেয়েছে। ফলে বার্ষিক পরীক্ষায় না বসে তাদের বাড়ি ফিরতে হয়েছে।

সহকারী শিক্ষক পদটিকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে খুলনাসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এ কারণে বিদ্যালয়গুলোতে আজ সোমবার থেকে পরীক্ষা বন্ধ আছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে চলমান এ কর্মসূচি সম্পর্কে অনেক শিক্ষার্থী আগে থেকে জানতে না পারায় বিদ্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে। এর আগে ২৪ নভেম্বর থেকে এসব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়।

আরও পড়ুনসরকারি মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা২ ঘণ্টা আগে

আজ সকালে খুলনা জিলা স্কুলের ভেতর নোটিশ বোর্ডে বারবার চোখ বুলিয়ে যাচ্ছিল ইরফান রাইয়ান নামের আরেক শিক্ষার্থী। জানতে চাইলে সে বলে, ‘এখনো পরীক্ষার বিষয়ে কিছু জানি না। কোথাও লেখা আছে কি না তাই দেখছি। বাসায় ইন্টারনেটের লাইন নেই। তাই দেখতে পারিনি।’

সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজীম ইসলাম আরা জানায়, ‘শুনেছিলাম পরীক্ষা হবে না। তবে শিওর হতে আসলাম। কনফিউশনে ছিলাম। স্যারেরা বলছেন, এই পরীক্ষা কবে হবে, তা নোটিশ দিয়ে জানিয়ে দেবেন।’

এক শিক্ষার্থীকে পরীক্ষা স্থগিতের তথ্য জানাচ্ছেন শিক্ষক। আজ সকালে খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যালয়ে যাওয়ার সময় মাটিবাহী ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাবিনা খাতুন একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে। সাবিনা খাতুন দুই সন্তানের মা ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, সাবিনা খাতুন তার আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে অটোভ্যানে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। ভ্যানটি বকুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/অদিত্য/রফিক

সম্পর্কিত নিবন্ধ